সুকমা : ছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে জওয়ানের গুলি।এলোপাথাড়ি গুলিতে নিহত ৫০ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান।গুলিতে জখম আরও ৩ জন জওয়ান। এই ঘটনায় সুকমার মারাইগুড়া থানা এলাকায় লিঙ্গমপল্লি ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ক্যাম্পে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। রাজ্যের বস্তার অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি আজ বলেছেন যে, জেলার লিঙ্গমপল্লি গ্রামে সিআরপিএফের ৫০ তম ব্যাটেলিয়নের শিবিরে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিন জন।
সুন্দররাজ বলেছেন, পুলিশের কাছে খবর এসেছে যে, আজ ভোর সাড়ে তিনটি নাগাদ জওয়ানদের নিজেদের মধ্যে বচসার মধ্যেই এক জওয়ান একে-৪৭ রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জওয়ানের।
ঘটনার খবর পাওয়ার পরই অন্য জওয়ান ও বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়। গুলিতে জখম জওয়ানদের হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুন্দররাজ জানিয়েছেন, জখম জওয়ানদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। জওয়ানদের মধ্যে কী কারণে বচসা বাঁধে এবং কেনই বা অভিযুক্ত জওয়ান গুলি চালালেন তার প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, সুকমায় সিআরপিএফ ক্যাম্পে নিহতদের মধ্যে আছেন একজন বাঙালি জওয়ানও। নিহত বাঙালি জওয়ানের নাম রাজীব মণ্ডল, তাঁর বাড়ি নদিয়ায়। তাঁর বয়স ৩২। গত এক মাস আগে বাড়ি বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে গিয়েছিলেন।বাড়িতে বাবা, মা, স্ত্রী, দুই মেয়ে এবং দুই ভাইকে নিয়ে সংসার। ১১ বছর আগে ২০১১ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন। প্রথম পোস্টিং ছিল কাশ্মীরে। তাঁর এ ধরনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।