নয়াদিল্লি : ধমকে-চমকে নয়! পায়ে পড়ে ভোট ভিক্ষা! ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এমনই অভিনব দৃশ্য দেখা গেল রাজস্থানের ভরতপুরে! সেখানে মহারানি শ্রীজয়া কলেজে ভোট দিতে আসা পড়ুয়াদের পায়ে ধরে ভোট চাইতে দেখা যায় যুযুধান ছাত্র নেতাদের। ছাত্র সংসদের দখল নিয়ে মারামারি, বোমাবাজি, রক্তপাত, এমনকি পুলিশ খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে বাংলায়! 
সেখানে রাজস্থানে কলেজের ভোটে দেখা গেল অভিনব এক দৃশ্য ! একের পর এক ছাত্রছাত্রী আসছে, বিভিন্ন দলের প্রতিনিধি-রা পায়ে পড়ে যাচ্ছে । অভিনব এই দৃশ্য দেখা গেল রাজস্থানে। 



কলেজের ভোট চলাকালীন এই ছবি দেখা যায় রাজস্থানের ভরতপুরের মহারানি শ্রীজয়া কলেজে। পড়ুয়াদের ভোট চেয়ে পায়ে পড়লেন ছাত্রনেতারা! ভোট চাই। তাই পায়ে পড়তেও দ্বিধা নাই! 






সকাল ৮টা থেকে শুরু হয় ছাত্র সংসদের ভোটগ্রহণ। একে একে পড়ুয়ারা আসতে থাকেন ভোট দিতে...সেই সময় মহারানি শ্রীজয়া কলেজের গেটের সামনে দেখা যায় অভিনব এই কাণ্ড! দেখা যায়, ভোট দিন প্লিজ বলতে বলতেই, সটান পায়ে ডাইভ মারছেন ছাত্র নেতারা ! কাউকে দেখা গেল, পা ধরে আর ছাড়তেই চাইছেন না ! কেউ পা ধরতে গিয়ে রাস্তার ওপরে গড়াগড়িই খেলেন । ধপধপে সাদা জামা ধুলো-কালো হচ্ছে, তাতে অবশ্য কারও ভ্রুক্ষেপ নেই! ২ বছর পরে কলেজ ভোট রাজস্থানে।
                                                                                   
যুযুধান কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI, আরএসএস-এর ছাত্র সংগঠন ABVP-র মধ্যে তাল ঠোকাঠুকি চলছিলই। তাই কলেজ গেটে নিরাপত্তার কড়াকড়ি ছিল ব্যাপক। এমনটা নয় যে, কলেজ ভোট ঘিরে ধুন্ধুমার বাধে না অন্য রাজ্যে। তবে অনেকের মতে, বাংলায় কলেজ ভোট আর সংঘর্ষ যেন সমার্থক। দীর্ঘদিন কলেজ ভোট বন্ধ বাংলায়। তাই রাজস্থানের এই ছবি দেখে কি শিক্ষা নেবে বাংলার বিভিন্ন ছাত্র সংগঠনের কাণ্ডারিরা?

আরও পড়ুন :


' TMC থেকে BJP যোগ গাঁজাকেসে ফাঁসিয়েছিলেন' , অনুব্রত গ্রেফতার হওয়ায় দারুণ খুশি মোতাহার