নয়াদিল্লি: বিজেপি(BJP) বিরোধী (Opposition Alliance) জোটে চালকের আসনে তাঁদের রাখা নিয়ে ওজর আপত্তি শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তার মধ্যেই আদর্শের কথা বলে এ বার বিজেপি বিরোধী শক্তি তথা আঞ্চলিক দলগুলির বিরাগভাজন হলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। রাহুলের মন্তব্য তাঁর নিজের দলের অবস্থানেরই পরিপন্থী বলে মত আঞ্চলিক দলগুলির। একই সঙ্গে, আঞ্চলিক দলগুলির কংগ্রেসকে নয়, বরং কংগ্রেসেরই আঞ্চলিক দলগুলিকে প্রয়োজন বলে সাফ জানিয়ে দেওয়া হল।


রাহুলের মন্তব্যে বিতর্ক


রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন (Congress Chintan Shivir) শিবিরে ২০২৪-এর লোকসভা নির্বাচন প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে আঞ্চলিক দলগুলির আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। বলেন, ‘‘বিজেপি কিন্তু শুধু কংগ্রেসকে নিয়েই কথা বলবে, কেনও আঞ্চলিক দল নয়, কংগ্রেস নেতা, কংগ্রেস কর্মীদের কথাই ঘুরেফিরে উঠে আসবে তাদের মুখে। কারণ নিজ নিজ জায়গায় শক্তিশালী হলেও, আদর্শ না থাকায় আঞ্চলিক দলগুলির যে তাদের হারানোর ক্ষমতা নেই, সে কথা জানে বিজেপি।’’


রাহুলের এই মন্তব্যে বিজেপি বিরোধী শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সাংসদ মনোজ ঝা সাফ জানিয়েছেন, বিজেপি-র বিরুদ্ধে লোকসভায় এই মুহূর্তে আঞ্চলিক দলগুলির অবস্থান বেশ মজবুত। তাই চালকের আসনে বসার স্বপ্ন না দেখে, কংগ্রেসের উচিত সহযাত্রীর ভূমিকা পালন করা। তাঁর দলের নেতা, লালুপুত্র তেজস্বী যাদবও এ ব্যাপারে একমত বলে জানান মনোজ।


আরও পড়ুন: Wheat Price Hike: রফতানিতে লাগাম ভারতের, বিশ্বের বাজারে লাফিয়ে বাড়ল গমের দাম


এর আগে, ২০২০-র বিধানসভা নির্বাচনে বিহারে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল RJD। তাতে RJD একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এলেও, কংগ্রেসকে কার্যত খুঁজেই পাওয়া যায়নি। RJD-কে কংগ্রেসের ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে বলে সেইসময় বলতে শোনা গিয়েছিল অনেককেই। সেই কথাও রাহুলকে স্মরণ করিয়ে দিয়েছেন RJD সাংসদ। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন যে, ১৯৯৯ সালে নেতৃত্বের প্রশ্নে নিজের দলের নেতাদের পাশে না পেলেও, লালুপ্রসাদ যাদবকে পাশে পেয়েছিলেন সনিয়া গাঁধী।


RJD ছাড়াও রাহুলের মন্তব্যের সমালোচনা করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কর্নাটকের জনতা দল সেক্যুলারের প্রধান এইচডি কুমারস্বামীর মতো কংগ্রেসের শরিকরাও। কুমারস্বামীর দাবি, আঞ্চলিক দলগুলির ক্ষমতাবৃদ্ধিতে আতঙ্কিত রাহুল। তাঁদের সমর্থন না পেলে ১০ বছর কেন্দ্রে কংগ্রেসের ক্ষমতায় থাকা হত না বলে মত তাঁর। এমন পরিস্থিতিতে রাহুলের হয়ে ড্যামেজ কন্ট্রোলে এগিয়ে আসতে হয়েছে কংগ্রেস সাংসদ শশী তারুরকে (Shashi Tharoor)।


ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কংগ্রেসের


তারুরের বক্তব্য, ‘‘রাহুল বলতে চেয়েছেন যে, জাতীয় রাজনীতিতে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আমরা ভাবনা গোটা দেশকে নিয়ে। আঞ্চলিক দলগুলিকে নির্দিষ্ট অঞ্চলে নিজেদের স্বার্থ বুঝে চলতে হয়। আমার তো মনে হয় তৃণমূল, RJD, সমাজবাদী পার্টি এমনকি DMK-র সঙ্গেও কংগ্রেসের আদর্শের মিল রয়েছে।’’ তবে তারুর সাফাই দেওয়ার চেষ্টা করলেও, জাতীয় রাজনীতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবেই আঞ্চলিক দলগুলিকে না চটিয়ে, রাহুলের তাঁদের পাশে পাওয়ার চেষ্টা চালানো উচিত বলে মনে করছে বিজেপি বিরোধী শিবির।