নয়া দিল্লি : ক্যাপ্টেন অমরিন্দর সিংহর পদত্যাগের পর চরণজিৎ সিংহ চান্নি হচ্ছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী। তাঁকে সর্বসম্মতভাবে পঞ্জাবের পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় একথা জানাল কংগ্রেস। কংগ্রেসের তরফে পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান নেতা হরিশ রাওয়াত ট্যুইটারে লেখেন, এটা ঘোষণা করতে আমি সন্তোষ বোধ করছি যে সর্বসম্মতভাবে পঞ্জাবের পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন চরণজিৎ সিংহ চান্নি।


আরও পড়ুন ; অমরিন্দরের ইস্তফার পর পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক কংগ্রেসের


বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকাই সরে দাঁড়ান ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। গতকাল গভীর রাত পর্যন্ত পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নিতে রাহুল গাঁধীর বাসভবনে বৈঠক হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও অম্বিকা সোনিও বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে সিধু, জাখড়, সুখবিন্দর সিংহ রান্ধওয়া সহ বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। সুনীল জাখড় এগিয়ে থাকলেও তাঁর নামে বেশ কয়েকজন বিধায়কের আপত্তি রয়েছে বলে জানা যায়। এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোতি সিংহ সিধুকে মুখ্যমন্ত্রী পদের জন্য বিবেচনা করা হলে তার তীব্র বিরোধিতা করেন অমরিন্দর। তিনি সিধুকে অদক্ষ ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আখ্যা দিতেও ইতস্তত করেননি। 


আরও পড়ুন ; পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন অম্বিকা সোনি


এদিকে দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব অম্বিকা সোনিও পঞ্জাবের। তাই কংগ্রেস নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত অম্বিকা সোনিই মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করুন, এমনই চেয়েছিল। কিন্তু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে অস্বীকার করেন অম্বিকা। এরপর ভেসে আসে সুখজিন্দর সিংহ রাণধওয়ার নাম। কিন্তু সূত্রের খবর, তাঁর নামে আপত্তি জানান দলীয় কয়েকজন বিধায়ক এবং কংগ্রেস হাইকম্যান্ড। এর কিছু পরেই প্রকাশ্যে আসে পঞ্জাব কংগ্রেসের অন্যতম দলিত মুখ চরণজিৎ সিংহ চান্নির।