নয়াদিল্লি: নতুন কোম্পানিতে Employees Provident Fund (EPF) ট্রান্সফারে আর কোনও সমস্যা রইল না। মাত্র কয়েকটা সহজ ধাপ পেরোলেই পাবেন সমাধান। সম্প্রতি অনলাইনে ইপিএফ ট্রান্সফারের এমনই সুযোগ করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।


EPFO-র সহজ পদ্ধতি
EPFO-র unifiedportal-mem.epfindia.gov.in-এ লগ ইন করেই নিজের সদস্যপদ অন্য কোম্পানিতে ট্রান্সফার করা যাবে। এই বিষয়ে সহজ পদ্ধতিতে অ্যাকাউন্ট ট্রান্সফারের সুযোগ করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। ইতিমধ্যেই নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই পদ্ধতির বিস্তারিত পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে।


কীভাবে করবেন EPF অ্যাকাউন্ট ট্রান্সফার ? (How to transfer EPF online)
প্রথমে EPFO-র অফিশিয়াল পোর্টাল unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface-এ যান।
এবার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগ ইন করুন।
এখানে 'Online Services' আগে যান। এবার 'One Member — One EPF Account (Transfer Request)'-এ ক্লিক করুন।
এবার 'Get Details' অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
এই পর্যায়ে আপনার পুরোনো কোম্পানির PF অ্যাকাউন্টের যাবতীয় বিবরণ স্ক্রিনে দেখতে পাবেন।
এখানে previous employer অথবা current employer অপশন ধরে ফর্ম অ্যাটেসটেড করুন।
এবার 'Get OTP'তে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনার UAN লিঙ্ক মোবাইল নম্বর ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP চলে আসবে। 
আপনার মোবাইল নম্বরে আসা OTP এন্টার করুন।
সবশেষে সাবমিট অপশনে ক্লিক করুন।
১০ এবার আপনার EPF অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে।



আপাতত আধার লিঙ্ক নিয়ে ভাবতে হচ্ছে না EPFO সদস্যদের। সাময়িক স্বস্তি পেয়েছেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সদস্যরা Employees Provident Fund Organization (EPFO)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে UAN-এর সঙ্গে আধার (Aadhaar)নম্বর লিঙ্ক করার সময় বাড়িয়েছে EPFO। সম্প্রতি ট্যুইট করে এই খবর প্রকাশ্যে এনেছে সংগঠন। আগে ৩১ অগস্ট পর্যন্ত এই সময়সীমা দিয়েছিল সংগঠন।


আরও পড়ুন : EPFO UAN Aadhar Link Deadline: আধার লিঙ্কের সময়সীমা বাড়ল, এই অ্যাকাউন্ট হোল্ডারদের স্বস্তি


আরও পড়ুন : Aadhar Card Update : Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা বাড়ল, জেনে নিন শেষ তারিখ


আরও পড়ুন : PPF Update: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, পোস্ট অফিসে না গিয়েই তুলুন PPF-এর টাকা