নয়াদিল্লি: দলনেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi) করোনায় আক্রান্ত হয়েছেন আগেই। এ বার সংক্রমিত (COVID Positive) হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও (Priyanka Gandhi Vadra)। এই মুহূর্তে কোয়ারান্টিনে রয়েছেন তিনি। গত কয়েক দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে কোভিড পরীক্ষা করতে আর্জি জানিয়েছেন। 


করোনা আক্রান্ত প্রিয়ঙ্কা গাঁধী


শুক্রবার সকালে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন বলে ট্যুইট করেন প্রিয়ঙ্কা। লেখেন, "করোনায় আক্রান্ত হয়েছি আমি। মৃদু উপসর্গ রয়েছে। বিধি মেনে চলছি। বাড়িতে কোয়ারন্টিনে রয়েছি। আমার সংস্পর্শে এসেছিলেন যাঁরা, সকলকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানাচ্ছি।"



আরও পড়ুন: Mohan Bhagwat: মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে বেড়ানো অর্থহীন, জ্ঞানব্যাপী বিতর্কে মুখ খুললেন ভগবত


এর আগে, বৃহস্পতিবারই কংগ্রেস সভানেত্রী সনিয়া করোনায় আক্রান্ত হন। এই মুহূর্তে তিনিও নিভৃতবাসে রয়েছেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ৮ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টর (Enforcement Directorate/ED)-এর সামনে হাজিরা দেওয়ার কথা তাঁর। কংগ্রেস জানিয়েছে, নির্ধারিত দিনেই তদন্তকারীদের নির্দেশ মতো জিজ্ঞাসাবাদের জন্য যাবেন তিনি। 


কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, বুধবার রাতে হালকা জ্বর ছিল সনিয়ার। অন্য মৃদু উপসর্গও দেখা যায়। পরীক্ষা করাতে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন। 


মা সনিয়া গাঁধীও করোনায় আক্রান্ত


বুধবারই উত্তরপ্রদেশের লখনউয়ে ছিলেন প্রিয়ঙ্কা। 'নব সঙ্কল্প কার্যশালা'র দায়িত্বে দু'দিনের সফরে সেখানে গিয়েছিলেন। কিন্তু মাঝপথেই সফর সেরে দিল্লি ফিরে আসেন।  আচমকা কেন এণন সিদ্ধান্ত, তা জানাননি তিনি। তবে ফের সফরে ফিরবেন বলে জানানো হয়েছিল কংগ্রেসের তরফে। তার মধ্যেই করোনায় আক্রান্ত হলেন প্রিয়ঙ্কা।