নয়া দিল্লি : রাজস্থান সঙ্কটের (Rajasthan Crisis) জেরে দৌড় থেকে অশোক গহলৌত কিছুটা ছিটকে যাওয়ার পর ময়দানে শুধু শশী তারুরই (Shashi Tharoor) ছিলেন। কারণ, কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের জন্য আগামীকাল তিনি মনোনয়ন জমা দিতে পারেন বলে খবর। এদিকে এরই মধ্যে নতুন চমক দিগ্বিজয় সিংয়ের (Digvijaya Singh) ঘোষণা। কারণ, তিনি নির্বাচনে লড়বেন বলে জানিয়ে দিয়েছেন। এই আবহে আজ শশী তারুরের সঙ্গে সাক্ষাৎ করেন দিগ্বিজয় সিং।


পরে বর্ষীয়ান নেতার উদ্দেশে ট্যুইট করেন শশী তারুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কংগ্রেস সভাপতির প্রার্থীপদে তাঁকে স্বাগত। আমরা এব্যাপারে একমত যে, এই লড়াইটা বিরোধিতার নয়, বরঞ্চ সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমরা শুধু চাইছি, যে-ই জিতুক, শেষমেশ কংগ্রেসই জিতবে।



তারুর বনাম দিগ্বিজয় ? -


সম্প্রতি এই পদে লড়াইয়ের জন্য উঠে আসে অশোক গহলৌতের নাম। কিন্তু, রাজস্থান সঙ্কটের জেরে তিনি কিছুটা ব্যাকফুটে চলে যান। কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়তে অশোক গহলৌত পা বাড়ানোর পর রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয় মরুরাজ্যে। অশোক গহলৌত- সচিন পাইলট শিবিরের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। দলের মধ্যে এই বিভেদ মেটাতে উদ্যোগ নেয় হাইকম্যান্ড। কিন্তু, প্রাথমিকভাবে সেই উদ্যোগ বিফলে যায়। মল্লিকার্জুন খাড়গে, অজয় মাকেনের রিপোর্টের ভিত্তিতে গহলৌত ঘনিষ্ঠ তিন নেতাকে শোকজ করে এআইসিসি। ১০ দিনের মধ্যে জবাব তলব করা হয় তাঁদের। দিল্লির কংগ্রেস শিবিরের একাধিক নেতার দাবি, গহলৌত শিবিরের পক্ষ থেকে কংগ্রেসের গরিমা নষ্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারে রাতেই রাজধানী পৌঁছন গহলৌত। এরপর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গহলৌত জানিয়ে দেন, রাজস্থানে যে সঙ্কট তৈরি হয়েছে, সেদিকে নজর রেখে তিনি আর কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়বেন না। এমনকী তিনি মুখ্যমন্ত্রী পদেই থাকবেন কি না জানতে চাওয়া বলে বর্ষীয়ান এই রাজনীতিক জানিয়ে দেন, এব্যাপারে সিদ্ধান্ত নেবেন সনিয়া গাঁধী।


অর্থাৎ, এখনও পর্যন্ত যা পরিস্থিতি সেই অনুযায়ী কংগ্রেস সভাপতি নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে শশী তারুর ও দিগ্বিজয় সিং। এআইসিসি-র সদর দফতরে সাংবাদিকদের দিগ্বিজয় জানিয়ে দেন, দলের সেন্ট্রাল ইলেকশন অথরিটি থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন। সম্ভবত কালই তিনি মনোনয়ন জমা দেবেন।


আরও পড়ুন ; কংগ্রেস সভাপতি নির্বাচনে নয়া মোড়, আজ মনোনয়ন জমা দিতে পারেন দিগ্বিজয় সিং