নয়াদিল্লি:  করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ট্যুইটারে লেখেন, ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চালানো ভারতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে ও বিশ্বে যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবসভ্যতার খাতিরে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। 


গতকাল, ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ। ফরাসি প্রেসিডেন্টের সেই বার্তা টুইট করেন এদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিঁ। তাতে লেখা, করোনার ক্রমবর্দ্ধমান পরিস্থিতিতে ভারতবাসীর পাশে থাকার বার্তা দিতে চাই। এই কঠিন পরিস্থিতিতে ফ্রান্স আপনাদের পাশে আছে। আমরা ভারতকে সাহায্য করতে প্রস্তুত।


প্রসঙ্গত, দেশে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ। ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড গড়ল ভারত। একদিনে মৃত্যুর সংখ্যা আড়াই হাজারের বেশি।  


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। শুক্রবার সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। বৃহস্পতিবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫।  অর্থাত্‍, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।   


দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে।   শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ২৬৩। বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ১০৪। এক্ষেত্রেও প্রতিদিনই বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা।  


ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১।  অ্যাকটিভ কেসের সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০।   


এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন।