নয়াদিল্লি :  ১ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের (corona vaccine ) জন্য নাম নথিভুক্ত করা শুরু হল। কো-উইন অ্যাপের মাধ্যমে শুরু হল নাম নথিভুক্তিকরণ। তার জন্য আধার কার্ড না থাকলেও চলবে। স্কুলের পরিচয়পত্র দিয়েও করোনার টিকা নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ১৫-১৮ বছর বয়সীরা। বড়দিনে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীরা ভ্যাকসিন নিতে পারবে। 


কীভাবে রেজিস্টার করবেন :



  • প্রথমে Aarogya Setu অ্যাপ বা Cowin.gov.in ওয়েবসাইট খুলুন

  • এরপর সাইন-ইন/রেজিস্টার বিকল্পে আপনার মোবাইল নম্বর লিখুন।

  • Get OTP (One Time Password) অপশনে ক্লিক করুন।

  • আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন এবং যাচাই বাটনে ক্লিক করুন।

  • আরোগ্য সেতু অ্যাপের ক্ষেত্রে, CoWin ট্যাবে যান এবং টিকাকরণ ট্যাবে ক্লিক করুন।

  • তারপর proceed এ ক্লিক করুন।

    আরও পড়ুন : 

    বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা, জম্মুর বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১১



  • এর পরে, আপনার স্ক্রিনে একটি পৃষ্ঠা  খুলে যাবে। 

  • আপনাকে ফটো আইডি টাইপ, নম্বর এবং আপনার পুরো নাম লিখতে হবে। (এখানে আপনি 10 টি আইডি কার্ড নির্বাচন করতে পারেন)।

  • এছাড়াও, ব্যক্তির লিঙ্গ এবং বয়স লিখুন । তারপরে প্রশ্ন আসবে "আপনার কি কোন কমরবিডিটিস আছে "।

  • সেই অনুযায়ী 'হ্যাঁ' বা 'না' এ ক্লিক করুন। একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে, আপনার মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। একটি মোবাইল নম্বর থেকে চারজন নিবন্ধন করা যাবে।


 


বড়দিনের রাতে দেশজুড়ে যখন উৎসবের আবহ, তখনই ট্যুইট বার্তা এসেছিল প্রধানমন্ত্রীর দফতর থেকে। ওই বার্তায় বলা হয়, ১৫ মিনিটের মধ্যে জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী বলবেন নরেন্দ্র মোদি? শুরু হয় জল্পনা। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর ঘোষণা। জানুয়ারি থেকেই ১৫ বছরের ঊর্ধ্বে শুরু হবে টিকাকরণ। এতদিন করোনার ভ্যাকসিন নেওয়া যেত ১৮ বছর হলে।