নয়া দিল্লি : ১৫ থেকে ১৮ বছর বয়সীরা যাতে COVAXIN-ই পায়, তা নিশ্চিত করুন। স্বাস্থ্যকর্মীদের (Healthcare Workers) কাছে এই আবেদন জানাল ভারত বায়োটেক (Bharat Biotech)। 


ট্যুইটারে ভারত বায়োটেক লিখেছে, আমরা একাধিক এমন রিপোর্ট পেয়েছে যেখানে অনুমোদনহীন করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের। এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের কাছে আমাদের অনুরোধ, এবিষয়ে আপনারা কড়া নজর রাখুন এবং নিশ্চিত করুন যে, ১৫ থেকে ১৮ বছর বয়সীরা যাতে শুধু COVAXIN-ই পায়। 


সংস্থার তরফে আরও বলা হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের (Clinical Trial) মধ্যে দিয়ে অনুমোদন পেয়েছে COVAXIN। ২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্য়ে নিরাপত্তা এবং রোগ প্রতিরোধী বিষয়টি দেখা হয়েছে। এই মুহূর্তে দেশে শিশুদের দেওয়ার জন্য এটিই একমাত্র অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন। 


আরও পড়ুন ; দেশজুড়ে এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন, জানিয়ে দেওয়া হল দিনক্ষণ


এর পাশাপাশি অতিমারী পর্বে দেশের প্রতি স্বাস্থ্যকর্মীদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানায় ভারত বায়োটেক। প্রসঙ্গত, ওমিক্রন-আবহেই গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে ৩ জানুয়ারি থেকে। সেইমতো টিকাকরণ চলছে। 


এদিকে দেশজুড়ে এবার বারো ঊর্ধ্বদেরও ভ্যাকসিনেশন (Vaccination) প্রক্রিয়া শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, মার্চেই ভারতে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা (Corona) টিকাকরণ। কো-উইন (Co-WIN) পোর্টালের তথ্য অনুসারে, এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের। আরও প্রায় চার কোটি ভ্যাকসিন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে। তারপরেই শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ।


দেশে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে (Covaxin) ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই (DCGI)। 


মার্চের শুরু থেকেই বারো ঊর্ধ্বদের করোনার টিকা দেওয়া শুরু হবে বলেই জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমুউনাইজেশন (National Technical Advisory Group on Immunisation)-এর চেয়ারম্যান চিকিৎসক এনকে অরোরা।