কুপওয়াড়া : প্রবল তুষারপাত ও তুষারধসের মধ্যে আটকে পড়েছিলেন। এমনই ৩০ জন সাধারণ নাগরিককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। জম্মু ও কাশ্মীরের চৌকিবাল-তাংধার রাস্তা থেকে গতকাল রাতে তাঁদের উদ্ধার করা হয়। পর পর দুটি তুষারধস (Avalanches) ও তুষারপাতের (Snowfall) পর জাতীয়সড়কের এসএম হিল ও খুনি নালা এলাকায় আটকে পড়েছিলেন তাঁরা। এমনই খবর একাধিক সংবাদ সংস্থা সূত্রের।


সেনা আধিকারিকরা জানিয়েছেন, যখনই আমরা সাধারণ নাগরিকদের গাড়িতে আটকে পড়ার খবর পাই, সঙ্গে সঙ্গে এনসি পাসের কাছে পৌঁছে যায় বাহিনী। ভারতীয় সেনার তরফে দুই তুষারধস উদ্ধারকারী দল ও জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের একটি দলকে মোতায়েন করা হয়।


আরও পড়ুন ; হিমশীতল ঠান্ডায় তুষারঝড়ে দাঁড়িয়েই সীমান্ত রক্ষা, ভারতীয় সেনার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়


দুটি তুষারধসের কারণে আবহাওয়া খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও, ১৪ জন নাগরিককে উদ্ধার করে নীলমে আনা হয় এবং বাকি ১৬ জনকে এনসি পাসের (সাধনা পাস নামেও পরিচিত) কাছে নিয়ে যাওয়া হয়।  


উদ্ধার করার পর ওই নাগরিকদের খাবার, চিকিৎসা পরিষেবা, রাতে থাকার জায়গা দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে রাস্তা থেকে বরফ পরিষ্কারের পর ১২টি গাড়ি উদ্ধার করা হয়। সমগ্র উদ্ধারকাজটা চলে পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে।


গত বছরও সশস্ত্রবাহিনী খুনি নালা এলাকা থেকে সাধারণ নাগরিকদের উদ্ধার করেছিল। কারণ, এলাকাটি তুষারধস প্রবণ। 


ঝড়-বৃষ্টি-তুষারপাত, সীমান্তে সদা সতর্ক যাঁরা থাকে, তাঁরা ভারতীয় সেনা। প্রবল তুষারঝড়েও সীমান্তে সজাগ থেকে দেশকে সুরক্ষা দিয়ে চলেছে ভারতীয় সেনা৷ সম্প্রতি জম্মু-কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ধরা পড়ে কর্তব্যরত ভারতীয় সেনার একাধিক ছবি, যা নিমেষে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ অশ্বিনী বৈষ্ণ একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, তুষারঝড়ের হাড় কাঁপানো ঠান্ডাতেও ভারতীয় সেনা সীমান্ত পাহারা দিচ্ছেন। ওই ভিডিয়োয় দেখা যায়, প্রচন্ড ঠান্ডা বাতাস উপেক্ষা করেই এই সেনারা, সীমান্ত এলাকায় বাজপাখির মতো নজর রাখছেন। আর একটি ভিডিওতে দেখা যায়, এক দল সৈন্য তুষার-ঢাকা পাহাড়ের মধ্যে সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন।