নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নামল। বেশ কিছুদিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ২ লক্ষের নীচে। দৈনিক মৃত্যুর সংখ্যাও গতকালের তুলনায় কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ৪৫৪। রবিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৭৪১। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৯৪ জনের।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ২০৯। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৮৭৪। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ৫২৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ২২ হাজার ৩১৫। রবিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৪০ হাজার ৮৪২। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৭৬ হাজার ৭০। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬। রবিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯। শনিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ২ হাজার ৫৪৪। রবিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৫৫ হাজার ১০২।
শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫।
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৬৯ হাজার ৭৭। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট ১৯.৮৫ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।