নয়াদিল্লি: দেশের কোভিড-গ্রাফে স্বস্তি। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৫৪।  দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৪২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২২৩। 


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৩৮৮ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ১৬০ জন।  


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যাণ অনুযায়ী, গত একদিনে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৪ হাজার ৯৪৭। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৭৭ হাজার ১৫২ জন। সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণের পর সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৫৩ হাজার ৬২০ জন। 






উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও করোনা-গ্রাফে স্বস্তি মিলেছে। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী,  একবছর একদিন পর রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু শূন্য।  বুধবারের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৫৩ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে ৩২জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় ২৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) একদিনে ৯জন আক্রান্ত। মৃত্য শূন্য হলেও  গতকালের তুলনায় ফের বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। তবে আগের তুলনায় রাজ্যে অনেকটাই কমেছে করোনা  আক্রান্তের সংখ্যা।  মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৪৬ জন। বুধবারের গত অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫৩। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের (Corona Case) সংখ্যা ২০ লক্ষ ২৫ হাজার ৪০৬। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন, ১৯ লক্ষ ৯২ হাজার ৪৩৩। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৮৬ শতাংশ। পজিটিভিটি রেট ০.৬৯ শতাংশ।


দেশজুড়ে করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৭৮ কোটির বেশি ডোজ দেওয়া হয়েছে। গতকাল দেওয়া হয়েছে ২১ লক্ষ ৮৩ হাজার ৯৬৭ করোনা টিকার ডোজ।