নয়াদিল্লি: তৃতীয় ঢেউ (Corons Third Wave) আসন্ন। এর অভিঘাত কতটা গুরুতর হবে, তা নিয়ে নানা বিশেষজ্ঞের নানা মত। কিন্তু করোনার থার্ড ওয়েভ যে অবশ্যম্ভাবী তা মেনে নিচ্ছেন সকলেই। ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতের পরিস্থিতি বলছে, কোভিডের টিকার দুটি ডোজ নেওয়া না হলে ভিড়ভাট্টা এড়িয়ে চলাই ভাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, উৎসবের মরসুমে জনসমাগম এড়িয়ে চলতেই হবে। নইলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। 



শুরু হচ্ছে উত্সবের মরশুম। সামনের সপ্তাহেই গণেশ পুজো (Ganesh Puja)। মহারাষ্ট্রে মহোত্সব। তবে এবার কীভাবে মহারাষ্ট্রে উত্সব পালন হবে, তা ঠিক করবে সে রাজ্যের সরকার। এরপরই অক্টোবরে দুর্গাপুজো (Durga Puja)। তার সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে। গত মাসে কেরলে ওনাম (Onam)উত্সবের পরই চড়চড় করে চড়েছে করোনাগ্রাফ। আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণের রাজ্যে। সেই ঘটনা থেকেই কেন্দ্রীয় সরকারের পরামর্শ দুটি ভ্যাকসিন না হলে ভিড়ভাট্টায় যাবেন না। বাড়িতেই পালন করুন উতসব। 



বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, উত্সবে অংশগ্রহণ করতে হলে অবশ্যই দুটি ডোজ নিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু এখনও শেষ হয়ে যাননি, সতর্ক করেন তিনি। এখনই উত্সবের কেনাকাটার জন্য মার্কেটে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেনাকাটার জন্য ভিড় হচ্ছে বিভিন্ন দোকানে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়াই লোকজনকে ঘুরতে দেখা যাচ্ছে। তাই আরও বেশ করে সতর্ক করা হচ্ছে সরকারের তরফে। 

আইসিএমআরের ডিরেক্টর ডা. বলরাম ভার্গব জানিয়েছেন, যে কোনও জমায়েতে যাওয়ার আগে নিশ্চিত করতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার বিষয়টি। নীতি আয়োগের সদস্য ভি কে পালও বলেন, বাড়ি থেকেই এবার উত্সব পালন করা দরকার। 


আরও পড়ুন : India Coronavirus ভয় ধরাচ্ছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ, একদিনে কোভিড-মৃত্যু সাড়ে তিনশোর বেশি


 


 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৩৫২।  
এর মধ্যে শুধু কেরলেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৭ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মৃত্যু হয়েছে।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮।  


এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৬১৬। একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৯১ জন।