Provident Fund Update : Provident Fundকে করযোগ্য-করবিহীন অ্যাকাউন্টে ভাগ, আয়করের নতুন নিয়ম

নতুন এই নিয়ম অনুসারে, যেসব কর্মীর প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) আয় বছরে ২.৫ লক্ষ টাকার বেশি তাদের PF অ্যাকাউন্ট আলাদা করে দেবে আয়কর দফতর।গত ৩১ অগাস্ট এই নিয়মের নোটিফিকেশন জারি করে অর্থমন্ত্রক।

Continues below advertisement

নয়াদিল্লি: বদলে গেল আয়করের নিয়ম। এবার থেকে করযোগ্য(Taxable) ও করবিহীন(Non-Taxable)অ্যাকাউন্টে ভাগ করা হল প্রভিডেন্ট (Provident Fund)কে। সম্প্রতি নতুন এই নিয়ম জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস Central Board of Direct Taxes (CBDT)।

Continues below advertisement

নতুন এই নিয়ম অনুসারে, যেসব কর্মীর প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) আয় বছরে ২.৫ লক্ষ টাকার বেশি তাদের PF অ্যাকাউন্ট আলাদা করে দেবে আয়কর দফতর। গত ৩১ অগাস্ট এই নতুন নিয়মের বিষয়ে নোটিফিকেশন জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।পরবর্তীকালে ইনকাম ট্যাক্স বা আয়কর দফতরকেও এই বিষয়ে জানানো হয়।

সরকারি সূত্রে খবর, আাগামী অর্থবর্ষ ১ এপ্রিল ২০২২ সাল থেকে নতুন এই নিয়ম জারি হবে। এই নিয়ম চালু করতে আয়করের নিয়ম ৯ডি ধারা অন্তর্ভুক্ত করতে হবে সিস্টেমে। খুব সহজ হবে না এই কাজ। নতুন করে প্রভিডেন্ট ফান্ডের দুটো আলাদা অ্যাকাউন্ট চালাতে হবে আয়কর দফতরকে। কোনও কর্মীর ট্যাক্সেবল ইনকাম বা করযোগ্য আয় বের করতে সাম্প্রতিক অর্থবর্ষ ছাড়াও পুরোনো বছরের নথি ঘেঁটে দেখতে হবে হিসাবরক্ষককে।

আধার-পিএফ লিঙ্ক বাধ্যতামূলক(Aadhaar-PF linking)
এদিকে সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে এই নতুন নিয়ম। UAN (Universal Account Number)-এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে নিয়োগকারীর টাকা ঢুকবে না প্রভিডেন্ট ফান্ডে। সম্প্রতি পিএফ সদস্যদের সুবিধার্থে নতুন নিয়ম এনেছে Employees' Provident Fund Organization (EPFO)। সোশ্যাল সিকিউরিটি কোড ১৪২-তে পরিবর্তন করেছে সংগঠন। মূলত, কর্মীদের সুবিধার জন্যই এই কাজ করা হয়েছে।

GSTR-1 Filing Guidelines
তবে শুধু আধার পিএফ নয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্কের ক্ষেত্রেও এই মাস থেকেই নতুন নিয়ম জারি হচ্ছে। Goods and Service Tax Network (GSTN)-এর তরফে বলা হয়েছে, এবার থেকে নিয়ম মেনে GSTR-1 ফাইল করতে গেলে Rule-59(6) সেন্ট্রাল জিএসটি রুল মেনেই সবকিছু জমা দিতে হবে। নতুন নিয়ম অনুসারে কোনেও ব্যক্তি GSTR-3B ফর্ম ফিলআপ না করে থাকলে তিনি GSTR-1 ফাইল করতে পারবেন না।    

আরও পড়ুন : Aadhaar-PF Seeding, LPG Price Hike: ১ সেপ্টেম্বর থেকেই দিন গোনা শুরু, মানতেই হবে এই নিয়মগুলি

আরও পড়ুন : Provident Fund Update : PF-এর টাকা ট্রান্সফার করতে পারবেন অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে, শিখে নিন সহজ পদ্ধতি

Continues below advertisement
Sponsored Links by Taboola