নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে ৷ মহারাষ্ট্রের পাশাপাশি রাজধানী দিল্লির অবস্থাও এখন অত্যন্ত খারাপ ৷ কোভিডে আক্রান্তের সংখ্যা রাজধানীতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ হাসপাতালে বেড পাওয়াই কঠিন ৷ এই অবস্থায় নাগরিকদের যতটা সম্ভব সচেতন হওয়ার আর্জি জানাচ্ছে সরকার ৷ কিন্তু তাতে যে কোনওরকম ভ্রুক্ষেপ নেই আমজনতার, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ৷ রবিবার মাস্ক না পরেই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক দম্পতি ৷ দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় পুলিশ তাদের আটকালে উল্টে পুলিশকর্মীদের সঙ্গেই দুর্ব্যবহার করেন ওই যুগল !
ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কেন আপনি আমাদের গাড়ি থামালেন? আমি আমার স্ত্রীর সঙ্গে যাচ্ছি।’’ পুলিশকর্মীরা তাঁদের দু’জনকে মাস্ক পরার কথা বললেও তা পরেননি তাঁরা। উল্টে গাড়ি থেকে বেরিয়ে রীতিমতো পুলিশকর্মীদের সঙ্গে ঝামেলা বাঁধান তারা ৷ মহিলাকে চিৎকার করে বলতে শোনা যায় , করোনাভাইরাস বলে কিছু নেই ৷ মানুষকে হয়রান করার জন্যই পুলিশ এরকম করছে ৷ পাশাপাশি মহিলা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘আমি আমার স্বামীকে চুম্বন করব ৷ পারবেন আটকাতে?’’
ওই দম্পতির নাম পঙ্কজ গুপ্ত এবং আভা গুপ্ত বলে জানিয়েছে পুলিশ ৷ ওই মহিলা ও তার স্বামী কেউই মাস্ক পরেননি গাড়ির ভিতর । তাঁদের কাছে কারফিউ পাসও ছিল না। পুলিশ তাঁদের গাড়ি থামাতেই ওই মহিলাকে বলতে শোনা যায়, আমি আমার স্বামীকে চুমু খাবই । আমাদের থামাতে পারবেন? ওই মহিলার স্বামীরও একই বক্তব্য, ‘‘আমি আমার গাড়িতে আমার স্ত্রী’র সঙ্গে ছিলাম । আপনি কেন সেই গাড়ি থামাবেন !’’