নয়া দিল্লি : বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডাকলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার। আগামীকালই রয়েছে এই বৈঠক। সেখানে বিজেপির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের রূপরেখা তৈরি করা হতে পারে। শুধুমাত্র ২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখেই নয়, আগামী বছরের উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখেও হবে আলোচনা।


এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যেই শরদ পাওয়ার ও প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল নেতা যশবন্ত সিনহার তরফে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। 


বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন- রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝা, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, কংগ্রেসের বিবেক তঙ্খা ও কপিল সিবল এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। যদিও বিষয়টি অস্বীকার করেছেন কপিল সিবল ও মনোজ ঝা। অন্যদিকে ডিএমকে-র হয়ে প্রতিনিধিত্ব করবেন তিরুচি শিবা।


বৈঠকে আরও অনেকেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এনসিপি-র নবাব মালিক। সেই তালিকায়-কবি জাভেদ আখতার, প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশির মতো ব্যক্তিত্বরা রয়েছেন বলে দাবি তাঁর। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাঁরা উপস্থিত থাকবেন।


আজই দিল্লিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার। দুই সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসলেন তাঁরা। তার পরই বিরোধী বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে ১১ জুন মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছিল। পর পর কয়েকদিনের ব্যবধানে এই বৈঠকের পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পরের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মোকাবিলায় "মিশন ২০২৪"-এর পরিকল্পনায় বিরোধীদের এককাট্টা করার জন্যই এই উদ্যোগ বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি।


অনেক রাজনৈতিক দলই এই মঞ্চে যোগ দিতে চাইছে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এদিকে বিজেপি-বিরুদ্ধে মোকাবিলায় বঙ্গভোটের প্রসঙ্গ তোলা হচ্ছে বলে সূত্রের খবর। এখানে বিজেপি ২০০ আসনে জয়লাভের কথা বললেও, তৃতীয়বারের জন্য বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।