নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৪১। সোমবারের তুলনায় যা প্রায় ১২ হাজার কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০।  দৈনিক আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের।           


বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লক্ষ ৮ হাজার ৭৯০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭০ লক্ষ ৩১ হাজার ১০৪। কেরলে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় কমেছে দেশের দৈনিক সংক্রমণ। কেরলের পাশাপাশি মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ।    


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ২৯ হাজার ৮৩৬ জন। দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৮০।        


এদিকে, মৃত্যুর আগে করোনা রিপোর্ট এসেছিল পজিটিভ। মৃত্যুর প্রায় ১ বছর ২ মাস পর জানা গেল, করোনা আক্রান্ত ছিল না রোগী। গত বছর ১০ জুলাই মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শুভ্রজিত্‍ চট্টোপাধ্যায়ের। পরিবারের অভিযোগ, নমুনা সংগ্রহের ৫ মিনিটের মধ্যেই বলা হয়, শুভ্রজিত্‍ করোনা-আক্রান্ত। যার জেরে ১২ ঘণ্টা ধরে ৪টি হাসপাতালে ঘোরার পর পুলিশের সহযোগিতায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।