মথুরা: জন্মাষ্টমীতে মথুরায় মদ-মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) । সোমবার এই বিষয়ে রাজ্যের আধিকারিকদের পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী এই কাজের সঙ্গে জড়িতেদের অন্য ব্যবসায় নিয়োগের কথা বলেছেন যোগী।


এদিন কৃষ্ণউৎসব (Krishnotsava 2021)উপলক্ষ্যে লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''মথুরাবাসীকে তাদের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণে মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন। অতীতে প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভাণ্ডার ছিল মথুরা।'' এই বলেই অবশ্য থেমে থাকেননি 'হিন্দুত্বের পোস্টার বয়'। শ্রীকৃষ্ণের কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনা করেন যোগী।


তিনি বলেন, ''ব্রজভূমিরর উন্নয়নে সব ধরনের চেষ্টা করা হবে। এই বিষয়ে তহবিলের কোনও অভাব হবে না। এই স্থানে আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেল বন্ধনের চেষ্টা চালানো হবে।'' তবে এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে ভোলেননি যোগী আদিত্যনাথ। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে সঠিক দিশায় পরিচালিত করছেন।অতীতে যে বিশ্বাসের স্থানগুলিকে অবহেলার চোখে দেখা হত, আজ তা পুরোনো গৌরব ফিরে পাচ্ছে। 


উত্তরপ্রদেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, রাজ্যে নির্বাচনের আগে ফের হিন্দুত্ব ভোটে ভরসা করে কৌশল সাজাচ্ছে বিজেপি। সেই কারণে শীঘ্রই যোগীর মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। যেখানে ভোটের অঙ্কের নিরিখে মন্ত্রীপদ পাবেন বিজেপির আস্থাভাজনরা। সেই তালিকায় নাম রয়েছে, ব্রাহ্মণ মুখ জিতিন প্রসাদের। ক্যাবিনেটে তাঁকে আনতে পারেন মুখ্যমন্ত্রী। শিকে ছিঁড়তে পারে সঞ্জয় নিশাদের। এছাড়াও মন্ত্রিসভায় নাম উঠছে মীরাটের সৈমেন্দ্র তোমর, ফতেপুরের কৃষ্ণা পাসওয়ান, দাদরির তেজপাল গুজ্জর, মোদিনগরের মঞ্জু সিওয়াচ, আপনা দলরে আশিস পটেলের। সূত্রের খবর, এদের ক্যাবিনেটে আনতে পারেন আদিতদ্যানাথ।


সম্প্রতি ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে উত্তরপ্রদেশ বিজেপির সঙ্গে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath)। সেখানেই একপ্রস্থ নাম ঠিক হয়েছে নতুন মন্ত্রীদের। এই নিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ইউপির বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং ও সংগঠনের জেনারেল সেক্রেটারি সুনীল বনসল। শোনা যাচ্ছে, রাজ্যের তালিকায় সবুজ সঙ্কেত দিয়েছেন অমিত শাহ।