নয়া দিল্লি : দেশে কোভিড-গ্রাফের ওঠানামা চলছেই। ফের দৈনিক সংক্রমণ হাজার পার। তবে বাড়েনি দৈনিক মৃত্যুর সংখ্যা।





  • দেশের করোনাগ্রাফ ( Coronavirus news India ) 

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। 
    গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৩। 



  • মৃতের সংখ্যায় বদল নেই


  • দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।  




  • গতকালও দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩। 




  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৫৭৩ জনের।  




  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৩৩ হাজার ৬৭।  



  • XE ভ্যারিয়েন্ট (XE Strain) নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তি

    করোনার (Coronavirus) নতুন XE ভ্যারিয়েন্ট (XE Strain) নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির খবর দিল কেন্দ্র। দেশে এখনও করোনার নতুন এই প্রজাতির ভাইরাসের সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি। কেন্দ্রীয় সরকারের সূত্রকে উল্লেখ করে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সংক্রমণ বাড়ছে এই ভ্যারিয়েন্টের।  গবেষক চিকিত্সকদের দাবি, ওমিক্রনের থেকে বহু গুণ বেশি সংক্রামক XE। দ্য গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন আজই জানায়, সেখানকার এক রোগীর শরীরে করোনার XE এবং আর এক রোগীর শরীরে কাপ্পা ভ্যারিয়েন্টেপ হদিশ মিলেছে। এরপরই কেন্দ্র জানিয়ে দিল, সে রকম কোনও প্রমাণ এখনও হাতে আসেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, বৃহম্মুম্বই পুরসভার দাবির প্রমাণ এখনও মেলেনি। এখনও দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি। যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, সে যে করোনার নতুন ভ্যারিয়েন্টেই আক্রান্ত তার কোনও প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি।

  • বিশ্বের করোনা আপডেট
    বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৬৯ হাজার ৬৪৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৫৭ লক্ষ ৬৩ হাজার ৯৬৬।