হুমা কুরেশি, বলিউডে প্রথম সারির অভিনেত্রী না হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি মন জয় করেছেন আপামর দর্শকের। তাঁর অভিনীত ছবির তালিকা নেহাত কম নয়। 'গ্যাংস অফ ওয়াসিপুর', 'লাভ সাভ চিকেন খুরানা', 'এক থি ডায়েন', 'ডি ডে', 'দেড় ইশকিয়া'-র মত বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন হুমা। সম্প্রতি আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে।


করোনাকালে বিপর্যস্ত গোটা দেশ। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। প্রতি মিনিটে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। তার ওপর রয়েছে পরিকাঠামোর অভাব। হাসপাতালে নেই পর্যাপ্ত বেড। অক্সিজেনেও অভাবেও প্রাণ হারাচ্ছেন মানুষ। এই অবস্থায় অনেক সেলিব্রিটিই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এবার এগিয়ে এলেন অভিনেত্রী হুমা কুরেশি।


জানা যাচ্ছে, সম্প্রতি অভিনেত্রী হুমা কুরেশি সেভ দ্য চিলড্রেন নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের জন্য তহবিল সংগ্রহকারী ঘোষণা করে।


মূলত নয়াদিল্লির বাসিন্দা হুমা সেভ দ্য চিলড্রেনের সঙ্গে যুক্ত হয়ে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে চাইছেন। এরইমধ্য়ে করোনা আক্রান্তদের হতাশার মধ্যে প্রয়োজনীয় আশা জোগানোর জন্য দক্ষ স্বাস্থ্য পেশাদার, চিকিত্সা সরঞ্জামের ব্যবস্থাও করেছেন অভিনেত্রী।


এই উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে হুমা কুরেশি বলেন,’আমার চারপাশে যা ঘটেছিল তা দেখে আমি ব্যথিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার বাড়িও নয়াদিল্লিতে। দিল্লির মানুষের অবস্থা দেখে আমি ভীত।করোনার দ্বিতীয় ঢেউ মানুষের বিপদ ক্রমাগত বাড়িয়ে চলেছে। এই অবস্থায় আমি চুপ করে বসে থাকতে পারছিলাম না।‘ পাশাপাশি এই উদ্যোগের কথা বলতে গিয়ে সেভ দ্য চিলড্রেনের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুদর্শন সুচি বলেছিলেন, “ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। অভিনেত্রী হুমা কুরেশি আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করায় আমরা অত্যন্ত খুশি ও গর্বিত। আমাদের এই উদ্যোগ মানুষের উপকার করবে এবিষয়ে আমরা একশ শতাংশ নিশ্চিত।‘ 


অভিনেত্রীর এই উদ্য়োগ সফল হবে এমনটাই কামনা সকলের।