নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমল করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫ হাজার ৪৭৬ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৫ হাজার ৯২১।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের বুলেটিন অনুযায়ী, কমেছে মৃতের সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ৬৬ জনের। তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ১৫৮ জন(COVID Deaths)। এক দিন আগে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৯।


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ১০২ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৬৭ হাজার ৩১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৬২০ জন। 


এদিকে ভারতে ফের কোভিড ঢেউয়ের আশঙ্কার কথা শুনিয়েছে আইআইটি কানপুরের (iit kanpur) গবেষক দল। দেশে তৃতীয় ঢেউ ক্রমশ কমতে শুরু করেছে। ছন্দে ফিরছে সাধারণ জনজীবন। স্কুল-কলেজও খুলেছে। কিন্তু ফের আশঙ্কা গবেষকদের দাবি ঘিরে। কানপুর আইআইটির ওই গবেষক দলের দাবি, জুনের শেষদিকে ভারতে আসতে পারে কোভিড (covid) সংক্রমণের চতুর্থ ঢেউ। গবেষক দলটি জানিয়েছে, জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও তা কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের চেহারা, দেশজুড়ে টিকাকরণের (vaccination) হাল এবং বুস্টার ডোজের হালহকিকতের উপর। 


আইআইটি কানপুরের গবেষক দলটির দাবি, ভারতে মোটামুটি চার মাস ধরে চলবে কোভিডের চতুর্থ ঢেউ। গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী ১৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিখরে থাকবে কোভিড সংক্রমণের ঢেউ। 


এর আগে কোভিড সংক্রমণের ঢেউ নিয়ে গবেষকরা যা বলে এসেছেন তা মোটামুটি মিলে গিয়েছে। কিছু ক্ষেত্রে অবশ্য সেই মডেল মেলেনি। আইআইটি কানপুরের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই গবেষণা করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, রাশিবিজ্ঞানের একটি বিশেষ মডেল (statistical model) মেনে এই পূর্বাভাস করা হয়েছে। ভারতে প্রথম কোভিড সংক্রমণের দিন থেকে ৯৩৬ দিন পর শুরু হতে পারে কোভিডের চতুর্থ ঢেউ।