মুম্বই : কোভিডের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। সতর্কবাণী শোনাচ্ছেন চিকিৎসকরাও। পরামর্শ দেওয়া হচ্ছে, মাস্ক অবশ্যই পরে চলার।  মাস্ক না পরলে কড়া ব্যবস্থার নেওয়ার কথা বলা হচ্ছে। নেওয়াও হচ্ছে। এই যেমন মুম্বইয়ে মাস্ক না পরায় পুলিশ একমাসে আদায় করেছে চার কোটি টাকা। গত ২০ ফেব্রুয়ারি থেকে মুম্বই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। দুই লাখ ব্যক্তিকে মাস্ক না পরার কারণে জরিমানা করা হয়।  


মুম্বই পুলিশের মুখপাত্র DCP এস চৈতন্য জানান, জরিমানা ৫০ শতাংশ যাবে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে। বাকি ৫০ শতাংশ পুলিশি জনকল্যাণ মূলক প্রকল্পে ব্যবহার করা হবে। একইসঙ্গে মাস্ক সচেতনতায় পুলিশের যে অভিযান চলছে, তাও চলবে বলে জানিয়েছেন তিনি।  


এদিকে, দেশে নতুন  করে মারা গিয়েছেন ২৫১ জন। যার মধ্যে মহারাষ্ট্রের ৯৫ জন। ৩৯ জন পাঞ্জাবের। ছত্তিশগড়ের বাসিন্দা ২৯ জন এবং ১২ জন করে তামিলনাড়ু ও কর্নাটকের। কেরালার ১০ জনের মৃত্যু হয়েছে। 




বুধবার সর্বাধিক দৈনিক সংক্রমণে রেকর্ড করেছে মুম্বই। একদিনে নতুন করে সংক্রমিত ৫,১৮৫ জন। এই নিয়ে দেশের বাণিজ্যনগরীর সংক্রমণ সংখ্যা ছুঁয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৬১১। মুম্বই শহরে ৩৯টি কন্টেনমেন্ট জোন রয়েছে। সিল করা হয়েছে ৪৩২ বিল্ডিং। 


অন্যদিকে, দিল্লিতেও সক্রিয় মাস্ক সচেতনতা অভিযান। মাস্ক না পরায় দিল্লি মেট্রোয় গতকাল জরিমানা করা হয়েছে ৩১৮ জন যাত্রীকে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন  টুইটারে একথা জানিয়েছে। একইসঙ্গে কোভিড প্রোটোকল ও শারীরিক দূরত্ব মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।  
গত মঙ্গলবার ২৩৪ যাত্রীকে একই কারণে জরিমানা করা হয়েছিল। 


কলকাতাতেও চলছে সচেতনতা অভিযান। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর ১২ টা পর্যন্ত মাস্ক না পরার কারণে ১৩২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। থুথু ফেলায় ব্য়বস্থা নেওয়া হয়েছে একজনের বিরুদ্ধে। মাস্ক ছাড়া মেট্রোয় না চড়তে নজরদারি চালাচ্ছে কলকাতা মেট্রোও।