নয়া দিল্লি : করোনা আবহে ভোটমুখী পাঁচ রাজ্যের জন্য বিশেষ উপদেশ কেন্দ্রের। উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবকে করোনা পরীক্ষা ও টিকাকরণ বাড়াতে বলা হল। এর পাশাপাশি জেলা-ওয়াড়ি সাপ্তাহিক টিকাকরণ পরিকল্পনাও তৈরি করতে বলা হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ভোটমুখী রাজ্যগুলিতে করোনা মোকাবিলায় কী কী ব্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার একটি উচ্চস্তরীয় বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এর পাশাপাশি টিকাকরণের স্ট্যাটাস খতিয়ে দেখা হয়। বৈঠক চলাকালীনই টিকাকরণের ত্বরান্বিত করতে বলা হয়। 


আরও পড়ুন ; ওমিক্রন আতঙ্কে জরুরি বৈঠক, বেলেঘাটা ছাড়াও কলকাতার এই ৭ হাসপাতালে চিকিৎসা


এদিকে যত সময় এগোচ্ছে ওমিক্রন (Omicron) দাপট বাড়ছে দেশে (India)।  ভারতে গত ২৪ ঘণ্টায় ওমিক্রন সংক্রমণের কেস ১০০টিরও বেশি বেড়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক বুলেটিন অনুযায়ী, দেশে এখন মোট ওমিক্রন কেসের সংখ্যা ৫৭৮। এই আবহে একাধিক রাজ্য কোভিড বিধি (Covid Rule) আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। 


 







উত্তরাখণ্ড সরকার রাজ্যজুড়ে নাইট কার্ফু (Night Curfew) জারি করেছে ইতিমধ্যেই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। এই সময়ের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিষেবাকে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে সে রাজ্যে, এমনটাই জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। কারফিউ চলাকালীন বেসরকারি যানবাহনগুলিও যাতে কোভিড বিধি এবং সুরক্ষা প্রোটোকলগুলির কঠোরভাবে মেনে চলে তা পর্যবেক্ষণ করা হবে।


এদিকে, কেরলও ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করেছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে নাইট কারফিউ জারি থাকবে দক্ষিণের এই রাজ্যে। শুধু তাই নয় ৩১ ডিসেম্বর রাত ১০টার পর নিউ ইয়ার উদযাপনও নিষিদ্ধ করা হয়েছে এই ওমিক্রন আবহে। কেরলে সোমবার ১ হাজার ৬৩৬জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩৬ জনের।