নয়াদিল্লি: গত দুটো বছরেরও বেশি সময় ধরে চলছে করোনা (Covid19) পরিস্থিতি। অতিমারি করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করার জন্য ফোন করার সময় কোভিড সম্পর্কে সচেতনতা জারি করতে একটি ঘোষণা শোনা যেত। এমনকি কলার টিউন হিসেবেও সেট করে দেওয়া হয়েছিল কোভিড সচেতনতার এই ঘোষণা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি সরকার জানিয়ে দিয়েছে যে, এবার এই করোনা সম্পর্কিত সচেতনতার ঘোষণা বন্ধ হতে চলেছে। প্রসঙ্গত, ২০২০-র শুরুতে যখন এই ঘোষণাটি ফোন কলের সময় শোনা যেত, তাতে কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। যদিও ২০২১-এ এসে একজন মহিলার কণ্ঠস্বরে এই ঘোষণা শোনা যেত।


ঠিক কবে থেকে ফোন করার সময় করোনা সংক্রান্ত সচেতনতার ঘোষণা আর শোনা যাবে না, সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে, সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যে, নতুন বছরে নতুন আশা দেখা যাচ্ছে। কোভিডের টিকাতে সংক্রমণের হার অনেক কমেছে। তাই খুব তাড়াতাড়ি মারণরোগ সংক্রান্ত এই ঘোষণা বন্ধ করে দেওয়া হবে।



যদিও সাম্প্রতিককালে ফোন করার সময় যে ঘোষণা শোনা যেত, তাতেও এসেছিল বদল। এবার আর কোভিড সংক্রান্ত সচেতনতার থেকেও জোর দেওয়া হয়েছিল টিকাকরণের সংখ্যা জানানোর উদ্দেশে। এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারত যে, দেশে ঠিক কত সংখ্যক মানুষ ইতিমধ্যেই কোভিডের টিকা নিয়েছেন এবং তাঁদেরও শীঘ্রই টিকাকরণ করানোর প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, ফোন করার সময় কোভিড সচেতনতার ঘোষণা ফোনের সংযোগের ক্ষেত্রে তুলনায় বেশি সময় নিত। এতে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিরক্তিও প্রকাশ করেন। বহু মানুষ এই ঘোষণা এড়াতে ফোন কলের পরিবর্তে হোয়াটসঅ্যাপ কল বেছে নিয়েছিলেন।


আরও পড়ুন - India Covid Update: দেশে অব্যাহত করোনা-গ্রাফের ওঠানামা, গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু