নয়া দিল্লি : প্রায় ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে চলতি বছরে ডেল্টা ভ্যারিয়েন্টের জেরে যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছিল, তার থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে নতুন ভ্যারিয়েন্ট। কারণ, এর উচ্চমাত্রার সংক্রমণ হার। এমনই আশঙ্কা করছেন ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তাঁদের মতে, পরের বছর ফেব্রুয়ারিতে করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন প্রমাণে দেখে গেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট বহু গুণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যার জেরে সংক্রমণের হারও বাড়বে তাড়াতাড়ি। তাছাড়া ডেল্টার থেকেও এই ভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে বেশি সক্ষম। তবে, এপর্যন্ত ভারতে যে সব কেস দেখা গেছে, সেই অনুযায়ী, সংক্রমিতদের মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। যেমন- ক্লান্তি, গলায় ব্যথা ইত্যাদি। অধিকাংশই বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন।
ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালের সিনিয়র চেস্ট ফিজিসিয়ান দেশদীপক বলেন, ওমিক্রন ভ্যারিয়ন্টকে উদ্বেগের ভ্যারিয়েন্ট আখ্যা দিয়েছে হু। এপর্যন্ত ৯০টি দেশ এতে আক্রান্ত। এর সংক্রমণের হারও বিশাল। এখনও পর্যন্ত বিশ্বে সবথেকে প্রভাবশালী ভ্যারিয়েন্ট ডেল্টা। তবে, উচ্চমাত্রার সংক্রমণ হারের জেরে ওমিক্রন ছাপিয়ে যেতে পারে ডেল্টাকে।
আরও পড়ুন ; দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্ত, কর্নাটক-কেরলে সংক্রমণ বৃদ্ধি
এই পরিস্থিতিতে আগের দিন পিএসআরআই হাসপাতালের চিকিৎসক জি সি খিলানি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছিলেন, দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা যেমন সতর্ক ছিলাম, সেরকম সতর্ক থাকতে হবে। ভ্যাকসিন এই সংক্রমণের বিরুদ্ধে যে সুরক্ষা দিয়েছিল, সময়ের সাথে সাথে তা হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের জন্য বুস্টার ডোজের নীতি ঘোষণা করা উচিত।