Facebook Privacy: ফেসবুক প্রোফাইল লক করে আরও সুরক্ষিত রাখতে পারেন আপনার অ্যাকাউন্ট। এতে আপনার প্রোফাইলের সীমিত অংশ দেখার সুযোগ পাবেন সবাই। অন্যদিকে, কেবল আপনার ফেসবুক ফ্রেন্ডরাই প্রোফাইল পিকচার, কভার ফটো ছাড়াও পোস্ট দেখার সুযোগ পাবেন। তবে এই ক্ষেত্রে আপনার পোস্টগুলি আর 'পাবলিক' থাকবে না। আপনি যা কিছু পোস্ট করবেন, কেবল আপনার ফেসবুক বন্ধুরাই সেগুলি দেখতে পাবে। 


Lock Facebook Profile Via Mobile :


প্রথমে আপনার ফোনে Facebook অ্যাপ খুলুন ও আপনার প্রোফাইলে ট্যাপ করুন।


এখন 'Add to Story'-র পরে 3টি বিন্দুতে ক্লিক করুন।


এখানে আপনি প্রোফাইল লক করার অপশন পাবেন।


পরবর্তী পাতায় কীভাবে এই প্রোফাইল লক কাজ করে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া থাকবে। এবার নিচে আপনার প্রোফাইল লক করার একটি অপশন থাকবে। এখানে ক্লিক করুন।


এটিতে ট্যাপ করলে একটি পপ আপ আসবে। যেখানে লেখা থাকবে 'You Locked Your Profile' অর্থাৎ এখন আপনার প্রোফাইল লক করা হয়েছে। 


Lock Facebook Profile Via Desktop:


১ প্রথমে আপনার কম্পিউটারে https://www.facebook.com/  খুলুন ও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
২ আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন URL-এ, 'www'-এর পরিবর্তে 'm'লিখুন। যাতে URL-এ এখন 'm.facebook.com/yourprofilename'পড়া যায়৷
৩ এখানে এন্টার মারলে আপনাকে আপনার ডেস্কটপ ব্রাউজারে Facebook এর মোবাইল ভার্সনে নিয়ে যাবে। আপনি এখানে প্রোফাইল এডিট  অপশনের পাশে তিনটি ডট মেনু দেখতে পাবেন।
৪ এই তিনটি ডট মেনুতে আপনাকে লক প্রোফাইল অপশন দেখাবে। এটিতে ক্লিক করুন।
৫ অ্যান্ড্রয়েড সংস্করণের মতো, এই পরবর্তী পৃষ্ঠাটি আপনাকে দেখাবে কীভাবে লকিং কাজ করে। নিচে আপনার প্রোফাইল লক করার অপশন পাবেন। এটিতে ক্লিক করুন।ক্লিক করার পর আপনার প্রোফাইল লক হয়ে যাবে। এই কয়েকটা সহজ ধাপেই করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল লক।


Spam Calls: বিশ্বে বিরক্তিকর স্প্যাম কলে চতুর্থ ভারত, জেনে নিন প্রথম তিনে কারা


SmartPhone Tips: ফোনে বিরক্ত করছে বিজ্ঞাপন ! এই সহজ পথে বন্ধ করুন অ্যাড