নয়াদিল্লি: চিন সহ বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্ত উদ্বেগের ভাঁজ কপালে ফেলেছে। সংক্রমণের গতি রুখতে লোকজনকে করোনা বিধি মেনে চলার আর্জি জানানো হচ্ছে। সম্প্রতি করোনায় মৃতের সংখ্যাতেও বৃদ্ধির খবর সামনে এসেছে। সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, দীর্ঘদিন পরে চিনে করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে। চিনে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশেই উদ্বেগ বেড়েছে। উল্লেখ্য, চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের উপদ্রব। চিনে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।  ২০২০-র ফেব্রুয়ারির পর পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে মনে করা হচ্ছে। চিনে গত কয়েকদিনের মধ্যেই ৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ, ফের দ্রুতগতিতে দেশে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। 


বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ
সারা বিশ্বজুড়ে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে। দৈনিক আক্রান্তর সংখ্যা গড়ে ১২ শতাংশ বেড়ে ১৮ লক্ষে পৌঁছে গিয়েছে। চলতি সপ্তাহে ফ্রান্সে করোনা আক্রান্তর সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ইতালি ও ব্রিটেনেও আক্রান্তের সংখ্যায় ৪২ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। 


আমেরিকাকেও বিপদের সঙ্কেত


চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার জানিয়েছে যে, বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪,২৯২। অন্যদিকে, করোনায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯৭৪, যাদের চিকিৎসা চলছে। উল্লেখ্য, করোনার সংক্রমণ প্রথম চিনের উহান শহরে সামনে এসেছিল। চিনে এখনও পর্যন্ত করোনায় ৪,৬৩৬ জনের মৃত্যু হয়েছে। আমেরিকায় এখনও অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২ কোটির বেশি। যদিও গত কয়েক সপ্তাহে করোনায় দৈনিক সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী। যদিও বিপদ এখনও কাটেনি। 


ইউরোপ


ইউরোপের দেশগুলিতে করোনা আক্রান্তর দৈনিক সংখ্যায় বৃদ্ধি দেখা গিয়েছে। গত ১৮ মার্চ জার্মানিতে প্রায় দুই লক্ষ নতুন সংক্রমণ সামনে এসেছে। এখানে মোট অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩৫ লক্ষ। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড ও ইতালিতে নতুন করে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দেখা যাচ্ছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে করোনার ভ্যারিয়েন্ট ডেল্টাক্রনে আক্রান্তর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টাক্রন সারা বিশ্বে সংক্রমণের নয়া ঢেউ তৈরি করতে পারে।