নয়া দিল্লি : যাঁদের জ্বর আছে, মাথায় যন্ত্রণা, গলায় ব্যথা, শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, শরীরে যন্ত্রণা, স্বাদ বা ঘ্রাণের সমস্যা, ক্লান্তি এবং ডায়েরিয়া রয়েছে- তাঁদের করোনায় আক্রান্ত সন্দেহের তালিকায় রাখতে হবে। তাঁদের পরীক্ষা করাতে হবে। আজ রাজ্যগুলিকে এই কথা বলল কেন্দ্র। ওমিক্রন আবহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এই সতর্কবার্তা জারি করল কেন্দ্র।
প্রসঙ্গত, ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে অনেকটাই বেড়েছে করোনায় আক্রান্তের (Corona case) সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৮।
আরও পড়ুন ; আর আহমেদ ডেন্টাল কলেজে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২২, পরিষেবা বন্ধের আশঙ্কা
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়ন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ২৭০ জন।
এদিকে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার ফের এক লাফে দৈনিক সংক্রমণ ৩ হাজারের কোটা পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জন করোনা রোগীর।