নয়া দিল্লি : ধীরে ধীরে কমছে সংক্রমণ। যদিও এখনও কিছু কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জারি আছে করোনার বিধি-নিষেধ (Covid Restrictions)। এই পরিস্থিতিতে পজিটিভিটির হার (Positivity Rate) ও নতুন সংক্রমণের প্রবণতা দেখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ব্যবস্থা নিতে বলল কেন্দ্র।
বুধবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও মুখ্য প্রশাসককে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তাতে তিনি উল্লেখ করেন, দেশে সংক্রমণের নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে গত ২১ জানুয়ারি থেকে। সংশ্লিষ্ট মাসে ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখে সীমানা ও বিমানবন্দরে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করেছিল কিছু রাজ্য।
চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লিখেছেন, কোভিড-১৯-এর কারণে জনস্বাস্থ্যে যে চ্যালেঞ্জ এসেছে তা নিয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ যে রাজ্য স্তরের বিভিন্ন পয়েন্টে আরোপিত অতিরিক্ত বিধিনিষেধের কারণে মানুষের চলাচল এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ যাতে ব্যাহত না হয় তা দেখা। বর্তমানে, যেহেতু সারা দেশ সংক্রমণের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, এটি উচিত হবে যদি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নতুন কেস, সক্রিয় কেস বিবেচনা করার পর অতিরিক্ত বিধিনিষেধগুলি পর্যালোচনা করে এবং সংশোধন / প্রত্যাহার করে নেয়।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দৈনিক মৃত্যুর পাশাপাশি, বেড়েছে সংক্রমণ। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৪৭। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৪০৯। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৮৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ২৩ হাজার ৫৫৮। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ৩৫ হাজার ৮৭৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৪৯ লক্ষ ৫৪ হাজার ১৭৪।