নয়া দিল্লি : দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। আজ করোনায় আক্রান্ত ১২ হাজার ৫১৬ জন। গতকালের তুলনায় যা ৪.৩ শতাংশ কম। গতকাল সংক্রমিত হয়েছিলেন ১৩ হাজার ৯১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫১৬ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট সংক্রমিতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৩ কোটি ৪৪ লক্ষ ১৪ হাজার ১৮৬। তবে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। দেশে এই মুহূর্ত মোট সংক্রমিত ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬। যা গত ২৬৭ দিনের মধ্য়ে সবথেকে কম।
এদিকে দেশে ৫০ হাজারের নীচে সংক্রমণের আজ ১৩৮ তম দিন। এদিকে সক্রিয় আক্রান্ত ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬ জন অর্থাৎ মোট সংক্রমণের ০.৪০ শতাংশে নেমে আসায় আশার আলো দেখা যাচ্ছে। গত বছরের মার্চ মাসের পর এই প্রথম এই হারে নেমে এসেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা।
এদিকে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.২৬ শতাংশ মানুষ। যা গত বছরের মার্চের পর সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ১৫৫ জন। যার জেরে দেশে এই মুহূর্তে মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ১৪ হাজার ৮০ জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার ৬৯০ জন। অর্থাৎ মৃত্যুর হার ১,৩৪ শতাংশ । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১,৬৫,২৮৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। এপর্যন্ত দেশে মোট পরীক্ষার সংখ্যা ৬২,১০,৬৭,৩৫০।