নয়া দিল্লি : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রেকর্ড সংখ্যক ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রার দিকে দ্রুত এগোচ্ছে কেন্দ্র। এপর্যন্ত তথ্য অনুযায়ী, মিনিটে ৪২ হাজারের বেশি টিকা দেওয়া হচ্ছে দেশে। এমনটাই জানালেন এক সিনিয়র স্বাস্থ্য আধিকারিক। দুপুরের মধ্যেই টিকাকরণের সংখ্যা পেরিয়ে গেছে এক কোটি। এক মাসেরও কম সময়ের মধ্যে এনিয়ে চতুর্থবার এই লক্ষ্যমাত্রাই পৌঁছল দেশ। অর্থাৎ দিনের শেষে বিশাল সংখ্যক ভ্যাকসিনেশনের ইঙ্গিত রয়েছে।


স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হারে চললে আমরা আজই আড়াই কোটির বেশি টিকাকরণ করে ফেলব। রাজ্যগুলিতে যথেষ্ট সংখ্যক ডোজ রয়েছে। প্রসঙ্গত, আজ ৭১ বছরে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে ২ কোটি ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপির তরফে যে সব কর্মসূচির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে এই টিকাকরণও। এই লক্ষ্যে বিজেপির তরফে স্বাস্থ্য সংক্রান্ত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়। এটা নিশ্চিত করতে যাতে অধিকাংশ টিকাকরণ দেওয়া যায় এইদিনে।


প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন ও সাংবিধানিক পদে নীরবচ্ছিন্ন ২০ বছর সম্পূর্ণ উপলক্ষে আজ থেকে আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির  "সেবা ও সমর্পণ অভিযান"। ২০ দিনের কর্মসূচিতে একাধিক ইভেন্টের আয়োজন করতে হবে বলে নির্দেশ জারি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর জন্য দলের সব রাজ্য ইউনিটকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। 


দলের তরফে আগেই জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব ও "জনসেবার দুই দশক" পালন করা হবে। এই উপলক্ষে দলের তরফে আজ থেকে বড় আকারে স্বচ্ছতা অভিযান ও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিজেপির বিভিন্ন বুথ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ৫ কোটি পোস্টকার্ড পাঠানো হচ্ছে। আজ উত্তরপ্রদেশের ৭১টি জায়গায় গঙ্গা পরিষ্কার অভিযানে নামবেন বিজেপি কর্মীরা।