নয়াদিল্লি: করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকার বিকল্প নেই। কিন্তু টিকা (COVID-19 Vaccine) শুধু সংক্রমণের তীব্রতা প্রশমন করতে পারে। সংক্রমিত হওয়া থেকে বাঁচাতে পারে না। করোনার নয়া রূপ ওমিক্রনের (COVID Variant Omicron) প্রকোপে অতিমারির তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় যখন প্রমাদ গুনছে দেশ, সেই সময় এমনই মন্তব্য করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research/ICMR)।


প্রবীণদের বুস্টার টিকা (Booster Dose against COVID) এবং ছোটদের টিকা শুরু হওয়ার আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন আইসিএমআর-এর আধিকারিকরা। সেখানে সংস্থার ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, “ভারতে তৈরি হোক বা ইজরায়েল, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন অথবা চিনে, সব টিকাই শুধুমাত্র সংক্রমণের তীব্রতা প্রশমন করে। সংক্রমণ রোখে না। সাবধানতা টিকাও এই কারণেই দেওয়া হচ্ছে যাতে, সংক্রমণের তীব্রতা গুরুতর আকার ধারণ না করে, হাসপাতালে ভর্তি হতে না হয় এবং মৃত্যু না হয়।”


আরও পড়ুন: Corona Update : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,১২৮, মৃত ১২


তৃতীয় টিকা নেওয়ার পরও সাবধানতা অবলম্বন সমান জরুরি বলে জানান ভার্গব। তিনি বলেন, “টিকার আগে এবং পরে থাকা মাস্ক পরা বাধ্যতামূলক। ভিড় এড়িয়ে চলা উচিত। আগের এবং এখনকার করোনা চিকিৎসা একই রয়েছে। বাড়িতে নিভৃতবাসে থাকাই সবচেয়ে উপযুক্ত।”


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬৮ জন করোনা রোগীর। অন্য দিকে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্ত্য দফতর প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। স্বাভাবিক ভাবেই তাতে উদ্বেগ ছড়িয়েছে।  


নতুন বছরের শুরুতেই, আগামী ৩ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের তৃতীয় টিকা দেওয়া শুরু হতে চলেছে। ওই দিন থেকে টিকাকরণ শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদেরও। এই প্রথম টিকা দেওয়া হতে চলেছে ছোটদের।