নয়া দিল্লি: চলতি বছরের ফেব্রুয়ারি (February) মাস পর্যন্ত বিভিন্ন দেশে ১৬ কোটিরও বেশি কোভিড টিকার ডোজ (Covid Vaccine) সরবরাহ করেছে ভারত (India)। মঙ্গলবার সংসদে একটি রিপোর্ট পেশ করে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে (Indian Government)। কেন্দ্রের দেওয়া রিপোর্ট অনুযায়ী চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৯৮টি দেশে ১৬.২৯ কোটি করোনার ডোজ পাঠিয়েছে ভারত। 


রাজ্যসভার প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার (Union Minister Bharati Pravin Power) লিখিতভাবে জানিয়েছেন, 'কোভ্যাক্স ফেসিলিটি থেকে গাভির মাধ্যমে বানিজ্যিকভাবে বিক্রি করা হয়ে থাকে এই টিকা। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলিতে অনুদান হিসেবেই পাঠানো হয়েছে করোনার ১৬.২৬ হাজার ডোজ।' 


তিনি আরও বলেন, 'বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-এর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৮টি দেশকে ১৬.২৯ কোটি করোনা টিকার ডোজ সরবরাহ করেছে ভারত'। 


ভারতী জানিয়েছেন, 'কোভিড টিকা এবং ওষুধের পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, প্রোটেক্টিভ গিয়ার, থার্মোমিটার, সোয়াব টেস্টের টিউব, সিরিঞ্জসহ কোভিড চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনিয় বহু জিনিস সরবরাহ করেছে ভারত সরকার'। 


এ প্রসঙ্গে উল্লেখ্য, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই আরও একটি হাতিয়ার পেয়েছে ভারত। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য বায়োলজিক্যাল ই লিমিটেডের করোনা টিকা কর্বেভ্য়াক্সের  (Corbevax) চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। কর্বেভ্যাক্স টিকা মাংসপেশীর মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হবে এবং ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এই টিকার স্টোরেজ করা যায়। 


এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিসিজিএ-র বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-র করোনা টিকা কর্বেভ্যাক্সের শর্তসাপেক্ষে আপৎকালীন ব্য়বহারের জন্য সুপারিশ করেছিল। নীতি আয়োগ (স্বাস্থ্য) সদস্য ভিকে পল বলেছিলেন যে, টিকাকরণের অতিরিক্ত প্রয়োজনীয়তা ও আরও বেশি সংখ্যায় জনতাকে সামিল করার সমীক্ষা নিয়মিত করা হয়ে থাকে।  এই করোনা টিকা ভারতে তৈরি আরবিডি ভিত্তিক টিকা। 


আরও পড়ুন: Cryptocurrency: সব জল্পনার অবসান, দেশে ক্রিপ্টোর ভবিষ্যৎ নিয়ে এই বলল সরকার


এদিকে দেশে করোনার গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন  ২ হাজার ৫৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫০৩। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৯৬ হাজার ৬২।