নয়া দিল্লি: একের পর এক সাইক্লোনের দাপটে দেশের নানা প্রান্ত বিপর্যস্ত। সদ্য সাইক্লোন 'গুলাব'-এর ধাক্কা কাটিয়ে উঠেছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল। এরই মধ্যে ফের তৈরি হল সাইক্লোন 'শাহীন'। আরব সাগরে ইতিমধ্যে শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়টি।
উত্তর পূর্ব আরব সাগর ও তার সংলগ্ন এলাকায় এই ঝড় প্রবল দাপট দেখাতে শুরু করবে। আরব সাগরে শেষ ২৪ ঘণ্টায় এই ঝড় আরও তেজ বাড়াতে পারে। আবহাওয়াবিদদের মতে, ৯৬ থেকে ১২০ কিলোমিটারের গতিতে বয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি গভীর নিম্নচাপের প্রক্রিয়া শুরু হতে চলেছে আরব সাগরে।
আরও পড়ুন, এবার দেরিতে বর্ষা বিদায়, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি কলকাতায়
মৌসম ভবনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, যেসব এলাকাতে ঘূর্ণিঝড় গুলাবের ফলে কম চাপের সৃষ্টি হয়েছিল, গুজরাট উপকূল ও উত্তর পূর্ব আরব সাগরে তা ঘনীভূত হয়ে ৩০ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে। ১ অক্টোবর থেকে ওই নিম্নচাপ শাহীন নামের সাইক্লোনে রূপান্তরিত হবে।
ইতিমধ্যেই উত্তর ও মধ্যভাগে এবং গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে যেসব জাহাজ রয়েছে তাদের ক্ষেত্রেও উত্তর ও সংযুক্ত মধ্য আরব সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, অজয় নদের বাঁধ ভেঙে বড় বিপত্তি, ভাসছে বীরভূম-দুর্গাপুর
এই ঝড় উত্তর-পূর্ব আরব সাগরে ঘনীভূত হবে এবং ৩০ সেপ্টেম্বর সকাল নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে, এমনটাই জানা যাচ্ছে। প্রথমে নিম্নচাপের আকার ধারণ করে এই নিম্নচাপ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ভারতীয় উপকূল থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান-মাকরান উপকূলের দিকে সরে যেতে পারে এই ঝড়, এমনই পূর্বাভাস।