নয়াদিল্লি: পোস্ট অফিসের(Post Office) সেভিংস অ্যাকাউন্ট (savings account) থাকলে অবশ্যই সতর্ক হোন। ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে পোস্ট অফিসের ATM-এ লেনদেনের নিয়ম।সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া পোস্ট (India Post) কর্তৃপক্ষ।
Post Office new Charges(পোস্ট অফিসের নতুন চার্জ)
এবার থেকে পোস্ট অফিসের বার্ষিক এটিএম, ডেবিট কার্ড (post office ATM/debit cards)পরিষেবা বাবদ গ্রাহককে জিএসটি-সহ ১২৫ টাকা দিতে হবে। ১ অক্টোবর ২০২১ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত জারি থাকবে এই নতুন নিয়ম।আগামীকাল থেকে গ্রাহককে এসএমএস নোটিফিকেশন পাওয়ার জন্য জিএসটি-সহ ১২ টাকা দিতে হবে।
Post Office-এর ATM/debit cards হারালে দুর্ভোগ
নতুন নিয়ম অনুসারে গ্রাহক ১ অক্টোবরের পর এটিএম কার্ড হারালে নতুন ডেবিট কার্ডের জন্য জিএসটি-সহ ৩০০টাকা দিতে হবে ইন্ডিয়া পোস্টকে(India Post)। এখানেই শেষ হচ্ছে না নতুন নিয়ম। কোনও কারণে গ্রাহক কার্ডের পিন নম্বর ভুলে গেলেও দিতে হবে টাকা। নতুন পিন নম্বর পেতে পোস্ট অফিসে গিয়ে আবেদন করলে জিএসটি-সহ ৫০ টাকা ধার্য করবে কর্তৃপক্ষ। গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম লেনদেনের অর্থ না থাকলেও জরিমানা বাবদ জিএসটি-সহ ২০ টাকা কেটে নেবে পোস্ট অফিস(Post Office)।
বিনামূল্যে কতগুলি লেনদেন করা যাবে পোস্ট অফিসের ATM-এ ?
১ অক্টোবর থেকে বিনামূল্যে পোস্ট অফিসের এটিএমে ৫টি আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহক। এর বেশি আর্থিক লেনদেন হলে প্রতি ট্রানজ্যাকশনে জিএসটি-সহ ১০টাকা কাটা হবে অ্যাকাউন্ট হোল্ডারের। অর্থ ছাড়া অন্যান্য লেনদেনের (non-financial transaction) সংখ্যা ৫ অতিক্রম করলে সেই ক্ষেত্রে জিএসটি-সহ ৫ টাকা কাটা হবে গ্রাহকের।
অন্য ব্যাঙ্কের এটিএমএ-র লেনদেনে কত টাকা কাটবে ?
এই ক্ষেত্রে মহানগরের মধ্যে অন্য ব্যাঙ্কের এটিএমএ তিনটে বিনামূল্যে আর্থিক লেনদেনের সুবিধা পাবেন পোস্ট অফিসের গ্রাহক। মহানগরের বাইরের কোনও জায়গার ক্ষেত্রে গ্রাহককে ৫টি ফ্রি লেনদেনের সুবিধা দেওয়া হয়েছে। তবে এই সংখ্যা অতিক্রম করলে পোস্ট অফিসের এটিএম কার্ড হোল্ডারকে প্রতি লেনদেনের জন্য জিএসটি-সহ ৮টাকা করে দিতে হবে।
আরও পড়ুন : Small Saving Schemes: এই বাজারেও দিচ্ছে ৭ শতাংশ সুদ, জেনে নিন এই স্কিমগুলির নাম
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা