নয়াদিল্লি: ওমিক্রনের (COVID Variant Omicron) হাত ধরে অতিমারি (Coronavirus Pandemic) বিদায় নেবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। তার মধ্যে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Daily COVID Cases) কমল খানিকটা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার মানুষ। একই সঙ্গে সংক্রমণের হার সামান্য কমে ৯.২ শতাংশ হয়েছে, গত কাল যা ছিল ১২.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জন করোনা রোগীর।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে মোট সংক্রমণের ৩.২ শতাংশ সক্রিয় করোনা রোগী (Daily COVID Update)। সুস্থতার হার রয়েছে ৯৫.৩৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯।


গত ২৪ ঘণ্টায় কেরলেই সবচেয়ে বেশি সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। সেখানে এক দিনে মারা গিয়েছেন ৬০১ জন। ৭৫ জন করোনা রোগী মারা গিয়েছেন মহারাষ্ট্রে। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জন করোনা রোগীর। বাংলায় এক দিনে রোগী মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। ৩০ জন মারা গিয়েছেন তামিলনাড়ুতেও।



আরও পড়ুন: Covid-19 Infected: কোভিড রোগীদের অস্ত্রোপচারে 'না' নয়, সাফ জানাল স্বাস্থ্য মন্ত্রক


দৈনিক সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। সেখানে এক দিনে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৭৭ জন। কর্নাটকে দৈনিক আক্রান্তের সংখ্য়া ১৬ হাজার ৪৩৬। ১৫ হাজার ২৫২ জন সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্রে। সুস্থতায়ও এগিয়ে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৮২১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।


এখনও পর্যন্ত গোটা দেশে ১৬৮ কোটি ৪৭ লক্ষ টিকা (COVID-19 Vaccine) দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ১১ হাজার ৬৬৬ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে।