জম্মু: মেঘভাঙা বৃষ্টির (cloudburst) জেরে হড়পা বানে (flash flood)বিধ্বস্ত অমরনাথের (amarnath) গুহা। কয়েকঘণ্টার মধ্যেই ওই ঘটনায় মৃতের সংখ্যা  (death toll) বেড়ে দাঁড়িয়েছে ১৫। প্রশাসনের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ জারি রেখেছে পুলিশ প্রশাসন। জখমদের হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হচ্ছে। 


কী হয়েছে এদিন?


  প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রবল বর্ষণের সঙ্গেই বালতাল বেস ক্যাম্পে মেঘভাঙার ঘটনা ঘটে। তাতে একাধিক লঙ্গর ও তাঁবু ধুয়েমুছে সাফ হয়ে যায়। কাশ্মীর পুলিশ, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে তৎক্ষণাৎ হাত লাগায়। এই মুহূর্তে সেখানকার সমস্ত ফোনলাইন বিপর্যস্ত। যাত্রাপথের অনেকাংশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি সামলে না ওঠা পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে, জানিয়েছে প্রশাসন। উদ্ধারকারীদের বক্তব্য, জলের তোড় এতটাই ছিল যে বড় বড় বোল্ডার গড়িয়ে আসে তার সঙ্গে। ক্যাম্প চত্বর জুড়ে এখন আবর্জনার স্তূপ। সেখান থেকেই কয়েকটি দেহ উদ্ধার হয়েছে। তবে আরও দেহ নিচে থাকতে পারে, আশঙ্কা উদ্ধারকারীদের। অন্তত একটা দিন ওই আবর্জনা সরাতে সময় লাগবে। 


মোদী-শাহের তৎপরতা 


   এর মধ্য়েই পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, 'শ্রী অমরনাথে গুহায় যে মেঘভাঙার ঘটনা ঘটেছে, তাতে উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। @মনোজসিনহাজির কাছ থেকে খোঁজখবর নিয়েছি। উদ্ধার ও ত্রাণের কাজ চলছে। দুর্গতদের সমস্ত সাহায্য দেওয়া হচ্ছে।' টুইট করেন অমিত শাহও। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিংহের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, সে কথা জানান। ...'মানুষের জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য।' লেখেন শাহ। প্রসঙ্গত, করোনার জেরে দুবছর বন্ধ থাকার পর এবারই ফের চালু হয়েছিল অমরনাথ যাত্রা। দশম ব্য়াচের পুণ্যার্থীরা এদিনই বেস ক্যাম্প থেকে রওনা দেন।  


 


আরও পড়ুন:আগামী বছরেই ভারতে মারুতি জিমনি ! বাজারে আসবে ৫ দরজার মাইল্ড হাইব্রিড