নয়াদিল্লি: এখনও বিপজ্জনক দিল্লির (Delhi) বাতাসের গুণগত মান। টানা ৯ দিন এই পরিস্থিতি রাজধানীতে। ভূ বিজ্ঞান মন্ত্রকের (Ministry of Earth Sciences) বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে গতকাল, রবিবার বায়ু মানের সূচক (AQI) ৩৪৭ থেকে ৩৫২ নেমে এসেছে।


SAFAR বুলেটিন অনুসারে, দিল্লিতে মোট দূষণের মধ্যে অন্যতম কারণ খড় পোড়ানো। তবে তা শতাংশের হারে অত্যন্ত কম। এদিকে আজ অত্যন্ত দিল্লির বায়ুর মান পরিস্থিতি বিপজ্জনক বলেই জানাচ্ছে SAFAR । আগামীকাল দুপুর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। যেহেতু খড় পোড়ানোর হার কমেছে তাই হাওয়ার জেরে  বায়ুদূষণের সম্ভাবনাও কমছে। তবে আগামী দুদিন বায়ুর মান আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ভূ বিজ্ঞান মন্ত্রকের (Ministry of Earth Sciences) বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে আজ সকাল ৬টাতে দিল্লিতে বায়ু মানের সূচক (AQI) ছিল ৩৩৩-তে। বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।


বায়ু দূষণ রোধ করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার রবিবার ২৬ নভেম্বর পর্যন্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন ট্রাক দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না। আগামী শুক্রবার পর্যন্ত দিল্লি সরকার বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। এদিকে, দূষণ নিয়ন্ত্রণে আর কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই নিয়ে বৈঠক রয়েছে রাজধানীতে। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করবেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই।  


আরও পড়ুন: Pathankot: পাঠানকোটে সেনা ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণ, পঞ্জাবে জারি সতর্কতা