নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টাতেও বদল হল না পরিস্থিতির। এখনও দিল্লির বাতাসের মান ‘খুব খারাপ’('Very Poor')। বৃহস্পতিবার বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে ৩৬০ নম্বরে দাঁড়িয়ে বায়ু মানের সূচক। বুধবার ৩৮২ নম্বরে ছিল বায়ু মানের সূচক। বুধবার বায়ু মানের সূচক ছিল 'গুরুতর।'
দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকায় বাতাসের মান আগামী দুই দিনের মধ্যে আরও খারাপ হবে বলে পূর্বাভাস দিয়েছে, ভূ বিজ্ঞান মন্ত্রকের (Ministry of Earth Sciences) বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ। তারা আরও জানিয়েছে, খড় পোড়ানোর জেরে বায়ু দূষণ বেড়েছে ২৭ শতাংশ। যার প্রভাব অত্যন্ত গুরুতর বলে মনে করা হচ্ছে। ১৩ নভেম্বরের পর পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।
দীপাবলির পর থেকেই দূষমের গ্রাসে রাজধানী দিল্লি। SAFAR- এর পূর্বাভাস অনুযায়ী, বাতাসের গুণমান আগামী ২ দিন আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বায়ু মানের সূচক থাকতে পারে ৩৪৫-এ। মূলত ৫ দূষণ প্রবণ এলাকার তালিকায় আছে নারেলা, রোহিনী, দিল্লি বিশ্ববিদ্যালয়। হাওয়ার গতি বেশি থাকার ফলে দূষণ ছড়াতে পারে। উল্লেখ্য, বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Central Pollution Control Board) পরিসংখ্যান বলছে, গত ৯ নভেম্বর বায়ু মানের সূচক ছিল ৪০৪-এ। তার আগে ৮ নভেম্বর ছিল ৩৯০-তে। দিল্লির পার্শ্ববর্তী এলাকায় পরিস্থিতি আরও খারাপ ছিল। বায়ু মানের সূচক ছিল ৫৭৫-এ। শুধুমাত্র খড় পোড়ানোর জেরে ৩ বছরের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ দূষণ হয় গত ৭ নভেম্বর।
আরও পড়ুন: PF Account Interest: পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে সুদ, এসএমএসের মাধ্যমে দেখে নিন ব্যালেন্স?