নয়া দিল্লি : রাজধানীতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কেজরিওয়াল সরকারের। কোভিড-বিধি (Covid Guideline) লঙ্ঘন করায় রবিবার মোটা অঙ্কের জরিমানা (Fine) আদায় করল প্রশাসন। মোট ৭৪ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর পাশাপাশি একই কারণে ১৪টি এফআইআর রুজু করা হয়েছে।


দিল্লির ১১টি জেলার মধ্যে রবিবার সবথেকে বেশি কোভিড গাইডলাইন লঙ্ঘনের কেস আসে দক্ষিণ দিল্লি (South Delhi) ও পূর্ব দিলি থেকে। দক্ষিণ দিল্লিতে কোভিড-বিধি লঙ্ঘনের ৭৪৮টি কেস আসে। অন্যদিকে পূর্ব দিল্লি থেকে ৭০১টি।


জানা গেছে, প্রশাসনের তরফে মাস্ক না পরার জন্য, সামাজিক দূরত্ব-বিধি না মানা এবং জনসমক্ষে থুতু ফেলার জন্য মোট ৩ হাজার ৭৩২টি কেস করা হয়েছে। 


এদিকে দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৬৬ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। করোনামুক্ত হয়ে উঠেছেন ১৪ হাজার ৭৬ জন। এই মুহূর্তে রাজধানীতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৮০৬ জন। 


আরও পড়ুন ; রেস্তরাঁ-পানশালায় বসে খাওয়া নয়, সংক্রমণ ঠেকাতে দিল্লিতে আরও কড়াকড়ি


এই পরিস্থিতিতে এত দিন ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রেস্তরাঁ-পানশালা চালানোর অনুমতি থাকলেও, এ বার বসে খাওয়ার পাটই তুলে দেওয়া হল দিল্লিতে। শুধুমাত্র টেক অ্যাওয়ে অর্থাৎ ফোনে বা অনলাইন মাধ্যমে খাবার অর্ডার দিয়ে তা সংগ্রহ করা যাবে। 


এর আগে সপ্তাহান্তে কার্ফু (Weekend Curfew) চালু করে সংক্রমণ বৃদ্ধি আটকানোর চেষ্টা হয়েছিল রাজধানীতে। তাতেও তেমন ফল না মেলায় সোমবার নয়া পদক্ষেপ করা হয়। এ দিন দিল্লি বিপর্যয় মোকাবিলা বিভাগ কর্তৃপক্ষ জরুরি বৈঠক করেন। সেখানেই সংক্রমণের অস্বাভাবিক বৃদ্ধি এবং ওমিক্রন ঘিরে বিপদ নিয়ে বিশদ আলোচনা হয়। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের নেতৃত্বেই এ দিন বৈঠকটি হয়। তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অরিবন্দ কেজরিওয়ালও। সেখানেই আরও কড়া বিধিনিষেধ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।