নয়াদিল্লি : নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠল দিল্লি। ওল্ড নাঙ্গাল গ্রামে খুন করার পর নির্যাতিতার পরিবারকে চাপ দিয়ে দেহ দাহ করা হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে পথে নামেন এলাকার বাসিন্দারা।

৯ বছরের ওই নাবালিকার বাড়ি দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার পুরানা নাঙ্গলে। গ্রামে তার বাবা -মায়ের সাথে শ্মশানের সামনে একটি ভাড়া বাড়িতে থাকত মেয়েটির পরিবার। রবিবার সন্ধেয় শ্মশানের কুলার থেকে পানীয় জল আনতে যায় সে। তারপর আর ফেরেনি। পরিবারের দাবি, কয়েকজন এসে নাবালিকার মাকে শ্মশানে ডেকে নিয়ে যায়। অভিভাবককে জানানো হয়, জল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নাবালিকা। পরিবারের লোকের অভিযোগ, মৃতের মাকে বোঝানো হয়, মামলা দায়ের করলে ময়নাতদন্ত হবে। তাহলে তাঁর মেয়ের অঙ্গ চুরি করা হবে। তাই অবিলম্বে তার দেহ দাহ করে দেওয়া হোক। এই নিয়েই শুরু হয় বিতর্ক। 

'' দেশের রাজধানীতে, একটি নয় বছরের মেয়েকে ধর্ষণ করে , জোর করে দাহ করে দেওয়া হয়েছে।  এদেশের তফশিলি উপজাতির মেয়েদের প্রতিদিন যে ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, তাতে বোঝা যায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সত্যিই কতটা অসংবেদনশীল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মুখে। সম্প্রতি যিনি দিল্লির পুলিশ কমিশনার হয়েছেন, অমিত শাহের ঘনিষ্ঠ সেই রাকেশ আস্থানা কি এর মধ্যেই নিজের কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছেন ? নাকি আসলে তাঁকে অন্য কোনও কাজের দায়িত্ব দিতেই আনা হয়েছে ? '' দিল্লির ঘটনার প্রসঙ্গে ট্যুইটে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরায় গিয়ে বারবারই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হন অভিষেক। 

দিল্লির নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম, সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, 'ঘটনাটি খুবই মর্মান্তিক। এই বিষয়ে নির্যাতিতার পরিবারের লোকেদের বয়ান রেকর্ড করা উচিত । ' '