গাজিয়াবাদ: পরপর দুই শনিবার শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটল। শনিবার সকালে গাজিয়াবাদ স্টেশনে লখনউগামী শতাব্দী এক্সপ্রেসে আগুন। শতাব্দী এক্সপ্রেসের পার্সেল ভ্যানে আগুন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। 


সকাল পৌনে ৭টা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর কারে আগুন লেগে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা।


দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এনে কোচটিকে আলাদা করে ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয়। সমস্ত যাত্রীই সুরক্ষিত বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 


 



 


এর আগে, গত শনিবার কাঁসরো স্টেশনের কাছে দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগে। দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লাগায় রক্ষা পান যাত্রীরা। দাউদাউ করে আগুন লাগার সেই দৃশ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত যাত্রীদের ট্রেন থেকে বার করা হয়। শর্ট সার্কিট থেকে সি-৪ কামরায় আগুন লাগে বলেই অনুমান রেলের। 


উত্তরাখণ্ডের এক সরকারি কর্তা জানিয়েছেন, দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে সি-৪ কামরায় আগুন লেগে যায়। শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায় বলে ধারণা। সি-৪ কম্পার্টমেন্টে এই আগুন লেগে যায়। সব যাত্রীকে সরিয়ে আনা হয়েছে। কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই।


জানা গিয়েছে, ওই কামরায় ছিলেন ৩৫ জন যাত্রী। আগুন লেগেছে এই আঁচ পেয়েই তাঁরাই রেল পুলিশকে খবর দেন। তৎক্ষণাৎ, ওই কামরাকে আলাদা করার প্রক্রিয়া শুরু হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলেই কেউ আহত হননি বলে দাবি রেলের।