নয়াদিল্লি: বায়ু দূষণজনিত (Air Pollution) পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লিতে (New Delhi) পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত স্কুলে (Schools) পঠনপাঠন বন্ধই থাকবে। তবে অনলাইনে ক্লাস (Classes) চলবে। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 


উল্লেখ্য, গত সপ্তাহতেই একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছিল দিল্লির শিক্ষা দফতর।  ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে,  বায়ু দূষণের কারণে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পঠন-পাঠন বন্ধ থাকবে। উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রান্ত অতিমারির জেরে দীর্ঘদিন দেশের অন্যান্য অংশের মতো রাজধানীতে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠনপাঠন বন্ধ ছিল। করোনা আবহে সম্প্রতি দিল্লিতে স্কুল খুলেছিল। আর এরপরই বায়ু দূষণের কারণে ফের স্কুলে পঠন-পাঠন বন্ধ হয়ে যায় এবং অনলাইন ক্লাসের পথেই ফিরতে হয়। 


এর আগে বায়ুর মান ম্যানেজমেন্ট কমিশন (সিএকিউএম) দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকারকে বায়ু দূষণজনিত পরিস্থিতির মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার পাশাপাশি  জাতীয় রাজধানী অঞ্চলে সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ হাজিরা ও বাড়িতে থেকে কাজের অনুমোদন দানের নির্দেশিকা জারি করেছিল সিএকিউএম।


দিল্লিতে বায়ু দূষণজনিত পরিস্থিতির কোনও  উন্নতি হয়নি। রবিবার সকালেও দিল্লির বায়ুর মান সন্তোষজনক নয়। সকাল নয়টায় বায়ু মানের সূচক (একিউআই) ছিল ৩৮২। শনিবার ২৪ ঘণ্টায় গড় একিউআই ছিল  ৩৭৪।


রাজধানীর পার্শ্ববর্তী ফরিদাবাদে একিউআই-এর পরিমাণ ছিল ৩৪৭, গাজিয়াবাদে ৩৪৪, গ্রেটার নয়ডায় ৩২২ এবং নয়ডায় ৩৫৬। বায়ুর এই মান ভেরি পুওর পর্যায়ে পড়ে। 
২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাতাস জোরাল থাকবে। ফলে কার্যকরী অপসারণের কারণে বায়ুর মানের কিছুটা উন্নতি হতে পারে বলে ভূবিজ্ঞান মন্ত্রকের বায়ু দূষণ পর্যবেক্ষক SAFAR এ কথা জানিয়েছে। 


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্র এদিন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দেওয়া হয়।