নয়াদিল্লি: জলের অভাবে হাহাকার তৈরি হয়েছে দিল্লিতে (Delhi water Crisis)। এক বালতি জলের জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে জল পাচ্ছেন না অনেকে। এর মাঝে চাণক্যপুরীর বিবেকানন্দ ক্যাম্পে পুরসভার একটি ট্যাঙ্কার জল দিতে গেলে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রচুর মানুষ জলের বালতি নিয়ে একটু জলের জন্য একটি ট্যাঙ্কারের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। কেউ কেউ কেউ আবার ট্যাঙ্কারের উপরে উঠে গিয়ে জলের পাইপ থেকে নিজেদের সঙ্গে আনা জলের বালতি ভর্তি করছে। বিষয়টি নিয়ে প্রায় মারামারি লেগে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীরা পুরো বিষয়টি দেখলেও কোন বাধা দিচ্ছে না।


 






প্রায় এইই ছবি ধরা হয়েছে পূর্ব দিল্লির গীতা কলোনিতে। সেখানেও পুরসভার ট্যাঙ্কার থেকে জল নেওয়ার জন্য ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। এদিকে নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে অক্ষরধামের কাছে এডিএম, এসডিএম ও তেহশিলদারদের সঙ্গে নিয়ে পরিদর্শনে যান দিল্লির জলসম্পদ মন্ত্রী অতিশী। 


সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিশী বলেন, "আমরা এখানে সোনিয়া বিহার থেকে দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকা ছড়িয়ে থাকা জলের প্রধান পাইপলাইনটি পরীক্ষা করে দেখার জন্য এসেছি। সিনিয়র অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পাইপলাইনে কোনও লিকেজ রয়েছে কিনা তা দেখতে। জল বোর্ডের কর্মী জানিয়েছেন যে রাজস্ব আধিকারিকরাও তাঁদের সঙ্গে নজরদারিতে অংশ নিয়েছেন। জলের অপব্যবহার আটকানোর জন্য আমরা সবরকমের ব্যবস্থা নিয়েছি। জলের অভাব তখনই আমাদের পক্ষে মেটানো সম্ভব হবে যখন জানুয়ারি মাস থেকে আমরা ওয়াজিরাবাদ ব্যারাজ ও মনাক ক্যানালের মাধ্যমে যমুনার জল পাব। দিল্লি সরকারের আধিকারিকরা সরকারি ট্যাঙ্কারের সংখ্যা কমিয়ে দিয়েছেv। এদিকে ব্যক্তিগত ট্যাঙ্কারের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমি উপরাজ্যপালকে চিঠি লিখে সমস্ত বিষয়টি জানিয়ে যে আধিকারিকরা বেসরকারি সংস্থার ট্যাঙ্কারের সংখ্যা বাড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। যদিও এখনও পর্যন্ত তার কোনও ফলপ্রসূ বিষয় দেখতে পাইনি। এই বিষয়ে একটি তদন্ত করার কথা বলেছি, যারা এর সঙ্গে যুক্ত আছে তদন্ত না হওয়া পর্যন্ত তাদের বরখাস্ত করা হোক সেই দাবিও জানিয়েছি।"  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jagannath Temple: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, ভক্তদের জন্য খুলল জগন্নাথ মন্দিরের সমস্ত প্রবেশদ্বার