নয়াদিল্লি: বাবা শাহরুখ খান (Shah Rukh Khan), মা কাজল (Kajol)! চমকে উঠলেন? রিয়েল লাইফ নয়, হচ্ছে রিল লাইফের কথা। 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhie Gham) ছবিতে রাহুল-অঞ্জলির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন যে খুদে, এবার তিনিই পা রাখতে চলেছেন বড়পর্দায়। মুক্তির অপেক্ষায় 'ইশক ভিশক রিবাউন্ড' (Ishq Vishk Rebound)। এই ছবিতেই অভিনয় করেছেন জিবরান খান (Jibraan Khan)। সম্প্রতি ছোটবেলার সেই কৃষ চরিত্রের অভিজ্ঞতা ভাগ করলেন জিবরান। 


শাহরুখ-কাজলের ছেলের চরিত্রে অভিনয়, বড় হয়ে নায়কের চরিত্রে ডেবিউ জিবরানের


'ইশক ভিশক রিবাউন্ড' মুক্তি পাবে আগামী ২১ জুন। এই ছবির হাত ধরে নায়ক হিসেবে অভিনয়  জগতে ডেবিউ করতে চলেছেন জিবরান খান। যাঁকে ছোটবেলায় ভালবেসেছিল দেশবাসী। জনপ্রিয় ছবি 'কভি খুশি কভি গম'-এ শাহরুখ খান ও কাজলের ছেলে কৃষের চরিত্রে অভিনয় করেন তিনি। 


সম্প্রতি এক ইভেন্টে এসে জিবরান বলেন, 'এত ছোট বয়সে ওঁদের ছেলের চরিত্রে অভিনয় করতে পারাটা সম্মানের। এতগুলো বছর ধরে যে পরিমাণ ভালবাসা পেয়েছি তা অসীম। এমনকী আজও মানুষ আমাকে সেই ভালবাসাই দেয়। আমি শুধু আশা করছি যেন সেই ভালবাসা পেতে থাকি 'ইশক ভিশক রিবাউন্ড'-এর পরেও এবং ঈশ্বরের কৃপায় তারপর জীবনে যাই হোক সর্বক্ষেত্রে। কোনও চাপ নেই, শুধুই ভালবাসা আছে।'


'কভি খুশি কভি গম' ছবিতে জিবরান কাজ করেছেন হৃত্বিক রোশনের সঙ্গেও, এবং মজার বিষয় 'ইশক ভিশক রিবাউন্ড' ছবির হাত ধরেই অভিনয়ে পা রাখবেন তাঁর তুতো বোন পশমিনা রোশন। এছাড়াও ছবিতে রোহিত শরফ ও নাইলা গ্রেওয়াল অভিনয় করেছেন। 


আরও পড়ুন: Viral Video: বন্ধু কোমায় দীর্ঘদিন, প্লিজ় উঠে পড়... খুদে বন্ধুদের আবেগঘন আর্তি মনে করাচ্ছে '3 Idiots'-কে


'ইশক ভিশক রিবাউন্ড' আধুনিক যুগের প্রেক্ষাপচে তৈরি ৪ বন্ধুর সম্পর্কের গল্প যেখানে প্রাধান্য পেয়েছে এখনকার 'ডেটিং' বিষয়টিও। প্রেমে পড়া, সম্পর্ক ভাঙা, বন্ধুত্ব সবটাই আধুনিক প্রেক্ষাপটে দেখানো হয়েছে। নিপুণ ধর্মাধিকারী পরিচালিত এই ছবি ২১ জুন আসছে। ২০০৩ সালে মুক্তি পায় শাহিদ কপূরের ডেবিউ ছবি 'ইশক ভিশক'। যা এখনও দর্শকের বিশেষ পছন্দের। পরিচালককে যখন জিজ্ঞেস করা হয় নতুন ছবিতে শাহিদকে ক্যামিও চরিত্রে দেখা যাবে কি না, তিনি ইঙ্গিতপূর্ণ উত্তরে জানান যে এই ব্যাপারে ছবি মুক্তি পেলেই জানা যাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।