পুরী: ওড়িশা বিধানসভা নির্বাচনের (Odisa Assembly Elections 2024) চলাকালীন বিজেপির (BJP) তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা ক্ষমতায় এলে খুলে দেওয়া হবে পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath temple) চারটি প্রবেশদ্বার। বৃহস্পতিবার ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি (Odisha CM Mohan Charan Majhi) হাজির থাকলেন সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যখন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে খুলে গেল জগন্নাথ মন্দিরের চারটি গেট। ওড়িশার মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গী এবং বিজেপি সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতারা।


 






এতদিন পর্যন্ত জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার দিয়ে ভক্তরা মূল মন্দিরে প্রবেশের সুযোগ পেতেন। কিন্তু, দীর্ধদিনের মতো এবারও বিধানসভা ভোটের আগে প্রকাশিত নির্বাচনী ইস্তেহারো বিজেপি জানিয়ে ছিল, রাজ্যের ক্ষমতায় এলে মন্দিরের চারটি দরজাই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। যাতে মন্দিরের ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ করা সুবিধা হবে এবং ভক্তরা কম সময়ে খুব সহজেই দর্শন করতে পারবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। বৃহস্পতিবার সাত সকালে মন্দিরের চারটি গেট খোলার অনুষ্ঠানে হাজির থাকার পর সাধারণ মানুষের ভিড়ে মিশে মন্দিরে প্রবেশ করে পুজো দিলেন সদ্য ক্ষমতায় আসা মোহন চরণ মাজি। তাঁর পুজো দেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেভি সিং দেও ও প্রভাবতী পারিদা। তাঁদের ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখের পড়ার মতো। চারটি গেট খোলার জন্য মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের ধন্যবাদও জানান তাঁরা।


 






সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে ওড়িশার এক মন্ত্রী সূর্যবংশী সুরাজ বলেন, "নির্বাচন চলার সময়ই আমরা বলেছিলেন যে আমরা চারটি প্রবেশদ্বার খুলে দেব। আজ মন্দিরের চারটি গেটই খুলে দেওয়া হল। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যরা আজ এই পবিত্র মুহূর্তে মন্দিরে উপস্থিত ছিলেন। মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা গতকাল শপথ নেওয়ার পরে আজকেই প্রতিশ্রুতি পূরণ করে মন্দিরের গেটগুলি খুলে দেওয়া হল।"


আরও পড়ুন: Bajrangbali Puja : অভাব যাবে ঘুচে, আটকে থাকা কাজ হবে সহজে, এই ৪ রাশির উপর বজরঙ্গবলীর অশেষ কৃপা


এপ্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি বলেন, "আমরা গতকাল মন্ত্রিসভার বৈঠকে জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারই খুলে দেওয়ার প্রস্তাব তুলি। সেই প্রস্তাব পাশ হওয়ার পর আজ সকাল সাড়ে ৬ টায় আমি, আমার মন্ত্রিসভার সদস্যরা ও পুরীর সাংসদ সম্বিত পাত্র মঙ্গল আরতি অংশ নিই। জগন্নাথ মন্দিরের উন্নয়ন ও অন্যান্য কাজের বিষয়ে মন্ত্রিসভায় একটি ফান্ড বরাদ্দের প্রস্তাব দিয়েছি। আগামী বাজেট তা আমরা পেশ করব। এছাড়া মন্দির কর্তৃপক্ষের জন্য আমরা পাঁচ কোটি টাকার একটি ফান্ড মন্দির কর্তৃপক্ষের জন্য বরাদ্দ করেছি।" 


আরও পড়ুন: Post Poll Violence: ভোটের ফল ঘোষণার পরেই BJP নেতার উপর 'হামলা', বাড়িতে গিয়ে 'পাশে থাকার' বার্তা TMC-র


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।