নয়াদিল্লি: আমির খান (Aamir Khan), শরমন যোশী (Sharman Joshi), আর মাধবন (R Madhavan) অভিনীত জনপ্রিয় ছবি 'থ্রি ইডিয়টস' (3 Idiots)। যার গুণগান এখনও ভারতীয় দর্শকের মুখে মুখে। এই ছবির সেই আবেগঘন দৃশ্য মনে পড়ে যেখানে রাজু (শরমন) আত্মহত্যার চেষ্টা করে, এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ছুট্টে সেখানে পৌঁছয় দুই প্রাণের বন্ধু ব়্যাঞ্চো (আমির), ফারহান (মাধবন)। এরপর অক্লান্ত পরিশ্রমে প্রায় অচৈতন্য বন্ধুর সঙ্গে কথা বলে চলে, যাতে সে ফিরে আসে তাঁদের মাঝে। এবার সেই দৃশ্যই বাস্তবে প্রয়োগ করল একদল খুদে। সেই মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল।


'মৃত্যুশয্যা'য় বন্ধু, তাঁর সঙ্গে গল্প করে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টায় খুদেরা


ব়্যাঞ্চোর আপ্রাণ চেষ্টা, ফারহান ও রাজুর মায়ের উপস্থিতিতে তাঁদের সেই চিরাচরিত মন্ত্র 'অল ইজ ওয়েল' জপতে থাকা। ইঞ্জিনিয়ারিং পড়ার যাত্রা শুরু যাঁদের হাত ধরে, সফর শেষ হওয়ার আগে তার একটি হাতও যাতে ছেড়ে না যায়, সেই চেষ্টা করে যাওয়া। সেখানে তাঁর চেষ্টায়, তাঁর বন্ধুত্বে, তাঁর ভালবাসায় কোনও খামতি ছিল না, তাই হয়তো ওই অবস্থাতেও ধীরে ধীরে সেরে ওঠার আভাস মিলতে থাকে রাজুর মধ্যে। ব়্যাঞ্চোর ইতিবাচকতাকে ধন্যবাদ দিতেই হয়।


এবার এতো গেল সিনেমার গল্প। কথায় বলে সিনেমায় 'গল্পের গরু গাছে ওঠে'। কিন্তু সেই আবেগঘন দৃশ্য যে প্রভাবিত করতে পারে শিশুমন, তাদেরও সংবেদনশীল হওয়ার শিক্ষা দিতে পারে, তার উদাহরণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয়। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে এক খুদে। কোনও বড়সড় রোগের শিকার সে, বা কোনও দুর্ঘটনার শিকার। অচৈতন্য অবস্থায় রয়েছে সে। আর তাকে ঘিরে তার বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন। 


খুদের বিছানার সামনে দাঁড়িয়ে বন্ধুরা সমানে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে যাচ্ছে। বারবার মজার কথা বলে, ইতিবাচক কথা বলে অচৈতন্য বন্ধুকে জাগানোর চেষ্টা করছে। এক খুদেকে হিন্দিতে বলতে শোনা যায়, 'সব মেয়েরা তোর পিছনে পড়ে রয়েছে। আরে আমি একদমই মিথ্যা কথা বলছি না। মেয়েরা সকলেই তোর পিছনে পড়ে রয়েছে।' 


যে ভিডিও ভাইরাল হয়েছে তার অডিও খুব একটা স্পষ্ট না হলেও কিছু কিছু কথা কানে আসবে, যেমন বলতে শোনা যাচ্ছে, 'সবাই বলছে, ও কী ভীষণ শক্তিশালী। উঠে পড় ভাই... সবাই তোকে টাইগার বলে ডাকে।' অক্লান্ত কথায় বন্ধুকে জাগিয়ে তোলার চেষ্টা। এমনকী সোনার জুতো এনে দেওয়ার প্রতিশ্রুতিও দিতে শোনা যায় তাদের। আর সব শেষে একটাই কথা, 'প্লিজ ইয়ার, উঠে পড়'। 


 






আরও পড়ুন: Maharaj Film Controversy: মুক্তির আগেই 'নিষিদ্ধ' করার দাবি উঠল আমির-পুত্রের ডেবিউ ছবি 'মহারাজ'


এই ভিডিও একাধিক পেজ থেকে ভাইরাল হলেও, মূল উৎস ইনস্টাগ্রামের 'জাস্টিস ফর আশ্রয়' নামক একটি পেজ থেকে। পেজের বায়োতেই উল্লেখ করা আছে, '১১ বছর বয়সী আশ্রয় ৪ তলার থেকে নিচে পড়ে যায় একটি বিপজ্জনক খোলা জায়গা থেকে নয়াদিল্লিতে। বিগত ৬ বছর ধরে সে কোমায় ও চলচ্ছক্তিহীন অবস্থায় রয়েছে।' সেই পেজেই এই খুদে বন্ধুদের নিয়ে রেকর্ড করা ভিডিও পোস্ট করা হয়েছে। এই পোস্টের ক্যাপশনে অভিযোগ, আশ্রয় ভাটিয়া রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ৪তলার অরক্ষিত একটি স্থান থেকে নিচে পড়ে যায় কারণ বাড়ির মালিকেরা যথেষ্ট নজর দেননি। ওই ক্যাপশনেই উল্লেখ করা হয়েছে যে এই ঘটনার পর মস্তিষ্কে সাংঘাতিক আঘাত পায় যে এবং গত ৬ বছর ধরে সে কোমায়, একেবারে চলচ্ছক্তিহীন অবস্থায় রয়েছে। একইসঙ্গে তাঁদের অভিযোগ, যাঁরা অভিযুক্ত অর্থাৎ বাড়ির মালিক তাঁদের বাড়ির লিফটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে, অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা আটকে দেন। দিল্লির সাকেত আদালতের নির্দেশ সত্ত্বেও তারা অত্যাচারিত হয়ে চলেছেন বলে অভিযোগ করা হয়েছে পোস্টে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রত্যেকেই প্রভাবশালী বলেই বারবার অভিযোগ করেও লাভ হয়নি বলে দাবি করা হয়েছে পোস্টে। বারবার হুমকির মুখেও পড়তে হচ্ছে তাঁদের, দাবি এমনই। এই নির্দিষ্ট ভিডিওটি ওই পেজে পোস্ট করা হয়েছে গত ৬ মে। 




 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।