নয়াদিল্লি: করোনার ডেল্টা প্লাস প্রজাতির হানায় আরও বেশি ক্ষতি পারে ফুসফুসের। তবে কতটা ক্ষতি করবে তা এখনও স্পষ্ট নয়। রবিবার এমনটাই জানাল কেন্দ্রীয় পরামর্শদাতা কমিটি। পাশাপাশি, করোনার তৃতীয় ঢেউ কিছুটা দেরিতে আসতে পারে বলেও মনে করছে আইসিএমআর। তবে অগাস্টেই ১২ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হতে পারে বলে জানানো হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে হাজির অতিসংক্রামক ডেল্টা প্লাস প্রজাতি। ইতিমধ্যে ১২টি রাজ্যে ৫১টি ডেল্টা প্লাসে সংক্রমণের খোঁজ মিলেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের।
দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হন। প্রতিবেশী ওড়িশা-সহ বেশ কয়কটি রাজ্যে ইতিমধ্যেই ধরা পড়েছে সংক্রমণ। এই প্রেক্ষিতে দেশের রোগ প্রতিরোধ বিষয়ক পরামর্শদাতা কমিটির প্রধান এন কে অরোরা জানিয়েছেন, করোনার অন্য প্রজাতির তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণে ফুসফুসের আরও বেশি ক্ষতির সম্ভাবনা। তবে সেই ক্ষতির পরিমাণ কতটা হবে তা এখনও স্পষ্ট নয়।
কোভিড থেকে সুস্থ হওয়ার পর ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন রাজস্থানের এক মহিলা। তিনিও ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। এর মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আইসিএমআরের কোভিড ওয়ার্কিং গ্রুপ।
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বারবার টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এরই মধ্যে ১২ থেকে১৮ বয়সীদের জন্য জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন বাজারে আসতে চলেছে। আইসিএমআর জানিয়েছে, ১২ থেকে১৮ বয়সীদের জন্য জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন প্রায় তৈরি। জুলাইয়ের শেষে বা অগাস্টে ওই বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে রাজ্যে এখন দৈনিক সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী। তবে এই দেখে কেউ যেন গা ছাড়া মনোভাব না দেখান, সেই বিষয়ে এখন থেকেই সতর্ক করছেন চিকিৎসকরা। ডেল্টা প্রজাতি নিয়েও সাবধান করছেন তাঁরা। স্বাস্থ্যবিধি ভাঙলে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রথম ঢেউয়ের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউ, ভারতে ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে। গতবারের তুলনায় এবার মৃত্যুর হারও বেশি। চিকিৎসকদের মতে, ডেল্টা প্রজাতির দাপটেই এবার করোনার বাড়বাড়ন্ত। আক্রান্ত হয়েছে ছোটরাও। কোভিড পরবর্তী সমস্যার জেরে শিশুদের মৃত্যু পর্যন্ত ঘটেছে। বাংলাতেও হানা দিয়েছে ডেল্টা প্রজাতি।