নয়া দিল্লি : অশোক গহলৌতের (Ashok Gehlot) পথে এবার দিগ্বিজয় সিংও (Digvijay Singh)। কংগ্রেস সভাপতি (Congress President Election) হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন এই বর্ষীয়ান রাজনীতিক। এর পাশাপাশি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) সমর্থনের কথাও জানিয়ে দিলেন। অর্থাৎ, দলের পরবর্তী সভাপতি নির্বাচনের দৌড়ে ঢুকে পড়লেন গাঁধী-পরিবারের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খাড়গে। এমনই খবর সূত্রের। এর জেরে দ্বিমুখী এই লড়াইয়ে তিনি মুখোমুখি হতে চলেছেন দলের অপর এক বর্ষীয়ান নেতা শশী তারুরের (Shashi Tharoor)।
কোন পথে দৌড়ে খাড়গে ?
সূত্রের খবর, কংগ্রেস সভাপতি নির্বাচনে গাঁধীরা নিরপেক্ষ থাকার কথা ঘোষণা করলেও, দলের শীর্ষ নেতৃত্বের গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল খাড়গেকে জানিয়ে দেন যে, নেতৃত্ব চাইছেন তিনি প্রার্থী হন। রাজস্থান সঙ্কটের জেরে গতকালই অশোক গহলৌত সভাপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। এরই মধ্যে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দিগ্বিজয় সিং। কংগ্রেস সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন। কিন্তু, শীর্ষ নেতৃত্বের মনোভাবের আভাস পর খাড়গের সঙ্গে দেখা করেন তিনি।
পরে আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, খাড়গেজি আমার সিনিয়র। গতকাল আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম। তাঁকে জানিয়েছিলাম, তিনি যদি মনোনয়ন জমা দেন তাহলে তিনি আর মনোনয়ন জমা করবেন না। উনি (মল্লিকার্জুন খাড়গে) মনোনয়ন জমা করবেন না বলে জানান। পরে সাংবাদিকদের মারফত জানতে পারি যে, উনিও একজন প্রার্থী।
তিনি আরও বলেন, "সারাজীবন কংগ্রেসের জন্য কাজ করেছি। তা-ই করে যাব। তিনটি বিষয়ে আমি কখনো আপোস করি না- দলিত, আদিবাসী ও গরিবদের পাশে দাঁড়ানো, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের বিরুদ্ধে লড়াই করা এবং কংগ্রেস ও নেহরু-গাঁধী পরিবারের প্রতি আমার অঙ্গীকার।"
এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব জানার পর, কংগ্রেসের 'এক ব্যক্তি, এক পদ' নীতি মেনে রাজ্যসভায় বিরোধী দলনেতা হিসেবে মল্লিকার্জুন খাড়গে পদত্যাগ করতে পারেন বলে খবর সূত্রের। সভাপতি পদে তাঁর নাম মনোনয়নের জন্য নাম প্রস্তাব করবেন অশোক গহলৌত।
আরও পড়ুন ; "বিরোধী নয়, সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা", দিগ্বিজয়কে স্বাগত তারুরের